এইদিন ওয়েবডেস্ক,ভাবনগর,২৬ মার্চ : সোশ্যাল মিডিয়া হোক বা কর্মক্ষেত্রে, মানুষ বারবার মধূচক্রের ফাঁদে পড়লেও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে না পেরে ফের সেই একই ফাঁদে পা দিচ্ছে বারবার । এবার গুজরাটের ভাবনগরে এক বৃদ্ধকে মধূচক্রে ফেঁসে গিয়ে ১ কোটি টাকা গুনগার দিতে হয়েছে । বৃদ্ধের নাম কিশোর ভেগাদ । তাকে মধূচক্রের ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে রোশনি ঠক্কর নামে এক গৃহবধূর বিরুদ্ধে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,ভাবনগরের মুলপাটনের বাসিন্দা রোশনি ঠক্কর বিবাহিতা । রোশনি ২০০৯ সালে বৈদ্যুতিক সামগ্রী সরবরাহকারী স্পাইন এন্টারপ্রাইজে সুপারভাইজার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন । সেখানেই কিশোর ভেগাদের সঙ্গে রোশনির দেখা । অল্প বয়সী সুদর্শনা তরুনী রোশনিকে দেখে বোধবুদ্ধি হারিয়ে ফেলেন বিবাহিত বৃদ্ধ কিশোর । আর এই সূযোগের অপেক্ষাতেই ছিলেন রোশনি । বৃদ্ধের সঙ্গে শারিরীক সম্পর্ক গড়ে তোলেন ওই তরুনী । এদিকে তরুনী যে সেই অশ্লীল ভিডিও গোপনে নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখছে তা টেরও পাননি বৃদ্ধ প্রেমিক কিশোর ভেগাদ । কিন্তু রোশনি যখন সেই ভিডিও দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখাতে শুরু করেন তখন আকাশ থেকে পড়েন বৃদ্ধ । বুঝতে পারেন তিনি মধূচক্রের ফাঁদে ফেঁসে গেছেন । এদিকে সেই ভিডিও দেখিয়ে ভেগাদের কাছ থেকে সোনা-রূপাসহ এক কোটি টাকা হাতিয়ে নেয় রোশনি । এদিকে স্ত্রীর এই অনৈতিক ব্যবসার কথা কোনো ভাবে জানতে পেরে যান রোশনির স্বামী । ঘটনার কথা শুনে ক্ষোভে দুঃখে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন তিনি । কিন্তু তার পরেও মধূচক্রের ফাঁদে ফেলার ব্যবসা বন্ধ করেননি রোশনি ঠক্কর ।
প্রতিবেদন অনুযায়ী,বৃদ্ধ কিশোর ভেগাদের পাশাপাশি আহমেদাবাদের এক যুবককে মধুচক্রের ফাঁদে ফেলেন রোশনি । যুবকের সাথে তিনি শারিরীক সম্পর্ক গড়ে তোলেন । ইতিমধ্যে যুবকের সাথে বিদেশ যাওয়ার পরিকল্পনা করে ফেলেন রোশনি । বিদেশ যাওয়ার খরচখরচা বৃদ্ধ ভেগাদের কাছ থেকে আদায়ের মতলব করেছিল দু’জনে । রোশনি ফের অশ্লীল ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে বৃদ্ধের কাছে ২৫ লক্ষ টাকা দাবি করে বসে । কিন্তু মধূচক্রে ফেঁসে সর্বস্ব হারানো কিশোর ভেগাদের সেই টাকা দেওয়ার সামর্থ্য ছিল না । শেষে বাধ্য হয়ে তিনি স্থানীয় নীলাম্বদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তার অভিযোগের ভিত্তিতে প্রতারক মহিলাকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে ।।