প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ সেপ্টেম্বর : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত মিউজিক কলেজ সংলগ্ন জায়গা থেকে উদ্ধার হল বোমা। ঘটনাকে কেন্দ্রকরে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমানের কাজিরহাট এলাকায়।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ পদ্মজা নাইডু মিউজিক কলেজ সংলগ্ন এলাকার আস্তাকুঁড়ে পৌছায়। সেখান থেকে ৩ টি কৌটো বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার জন্য পুলিশ নিয়ে যায়। মিউজিক কলেজ সংলগ্ন এলাকায় বোমা কি ভাবে এল তার তদন্ত পুলিশ শুরু করেছে।
পদ্মজা নাইডু মিউজিক কলেজের নৈশপ্রহরী অমর বাগ বলেন,একজন কাগজ কুডানিকে প্রথম বোমা খুলি দেখতে পায়। তার কথায়,মিউজিক কলেজ এলাকা জনবিরল হওয়ায় সেখানে সন্ধ্যার পর সন্দেহজনক লোকজনের আনাগোনা বাড়ে। তবে বোমা কারা রাখলো তা নিয়ে তিনিও অন্ধকারে রয়েছেন বলে জানান। অপর বাসিন্দা প্রিয়া কর্মকার ও অভিজিৎ বাগ বলেন,আমরা আতঙ্কে রয়েছি। শিশুরা ওখানে খেলাধূলা করে।প্রিয়ার আরও অভিযোগ,এলাকায় নেশাভাঙ করা লোকজনের আড্ডা বাড়ছে। সন্ধ্যার পর এলাকা নিঝুম হয়ে যায়। কিছু ছাত্র সহ অসামাজিক লোকজন এসে এখানে মদ গাঁজা খায়।এলাকায় পুলিশের নজরদারি চান এলাকার বাসিন্দারা।
এদিকে কোথা থেকে এলো এই বোমাগুলি।কে বা কারা এখানে ফেলো গেলো? কেনই বা ফেলে গেল? তা জানতে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।জেলা পুলিশ সুপার আমন দীপ বলেন,তিনটি বোম পুলিশ উদ্ধার করেছে। তদন্ত শুরু হয়েছে ।।