এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০১ সেপ্টেম্বর : বীরভূম জেলার দুবরাজপুরের গিরিডাঙ্গাল এলাকার একটি সাঁকোর নিচে থেকে বুধবার সকালে একটি মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে । পরে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম নাগেশ মুর্মু(৪০) । তাঁর বাড়ি দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকিরডাঙ্গা এলাকায় ।
জানা যায়, ফকিরডাঙ্গার বাসিন্দা পেশায় জনমজুর নাগেশ মুর্মুর বাড়িতে রয়েছেন স্ত্রী । তাঁদের এক মেয়ে । মেয়ের বিয়ে হয়ে গেছে । মঙ্গলবার রাতে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই ব্যক্তি ৷ এদিন সকালে গিরিডাঙ্গাল এলাকার একটি সাঁকোর নিচে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ।
এলাকার প্রাক্তন কাউন্সিলর ফকির বাউরী জানান, ওই ব্যক্তির বাড়িতে অশান্তি চলছিল । তাই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে তিনি আত্মীয়র বাড়ি গিরিডাঙ্গাল যাচ্ছিলেন । হয়তো কোনও ভাবে তিনি সাইকেল নিয়ে গিরিডাঙ্গাল সেতুর নিচে পড়ে গেছেন । আর তার ফলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তাঁর অনুমান । মৃতের দাদা রাজনাথ মুর্মু জানান, এদিন সকালে তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁর ভাইকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন । তবে কিভাবে তাঁর ভাইয়ের মৃত্যু হল এবিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানাতে পারেননি । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।