আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ জুলাই : হরিনাম সংকীর্তন করতে বেড়িয়ে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল গ্রামেরই শ্মশানের চালাঘর থেকে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নতুনগ্রামে । খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশ জানিয়েছে মৃতের নাম জয়দ্রথ মুখোপাধ্যায় (৩৭) । তাঁর মুখ রক্তমাখা থাকায় মৃত্যুর কারন নিয়ে স্থানীয়দের মধ্যে ধন্দ্বের সৃষ্টি হয় । তবে পুলিশের প্রাথমিক অনুমান শ্মশানের বারান্দায় নিজের পরনের পায়জামা দিয়ে গলায় ফাঁস নিয়েছিলেন ওই যুবক । ফাঁস ছিঁড়ে গিয়ে কোনও ভাবে তিনি পড়ে যান । তার জন্য আঘাত লেগে মুখের একাধিক জায়গায় কেটে যায় তাঁর ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,নতুনগ্রামের বাসিন্দা জয়দ্রথ মুখোপাধ্যায় অকৃতদার ছিলেন । তিনি হরিনাম সংকীর্তন করতেন । হরিনাম করতে যাওয়ার নাম করে ৩-৪ দিন আগে তিনি বাড়ি থেকে বেড়িয়েছিলেন । তারপর আর বাড়ি ফেরেননি । এদিন সকালে স্থানীয় কয়েকজন কৃষক চাষের কাজে মাঠে গিয়ে শ্মশানের চালা ঘরের বারান্দায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন । তাঁরা ভাতার থানায় খবর দিলে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে আনে । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে ।।