দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ নভেম্বর : বন্ধ দোকানের ভিতর এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলা ভাতার থানার ভাটাকুল গ্রামে । পুলিশ জানায় মৃতের নাম তুফান দাস (২৬) । তদন্তে পুলিশ জানতে পারে দোকানের চাল ফুঁটো করে ভিতরে ঢুকেছিল ওই যুবক । তারপর কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় । চুরি করার উদ্দেশ্যেই যুবক দোকানে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ।
জানা গেছে,ভাটাকুল গ্রামে দাসপাড়ায় নির্মল কুণ্ডু নামে জনৈক এক গ্রামবাসীর মুদিখানার দোকান রয়েছে । মাটির দেওয়াল খড়ের ছাউনি দেওয়া তাঁর দোকানঘরটি । এদিন সকালে দোকান খুলতে এসে তাঁর নজরে পড়ে দোকানঘরে বাইরে পড়ে রয়েছে দোকানের কিছু মালপত্র । খড়ের চালের একাংশের খড় সরানো অবস্থায় রয়েছে । এরপর তিনি ঘর খুলে ভিতরে ঢুকতেই দেখেন দোকানের মেঝেতে পড়ে রয়েছে তুফান দাসের মৃতদেহ ৷ এই ঘটনার কথা চাওড় হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এনে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,পেশায় শ্রমিক তুফান দাসের বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই শিশুসন্তান । বিয়ের প্রায় পর থেকেই তিনি মন্তেশ্বরের মন্ডলগ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন । মাস দুয়েক আগে পরিবার নিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন । তুফান মদের নেশায় আসক্ত ছিল । এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত । শনিবার রাতেও সে মদ পান করে বাড়ি ফিরলে ফের একপ্রস্থ অশান্তি বেধে যায় । তারপরেই রাগ করে বাড়ি থেকে বেড়িয়ে যায় তুফান । এদিন ওই দোকানের ভিতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ।
মৃতের বাবা হারাধন দাসের দাবি,’ইতিপূর্বেও ওই দোকানে চুরি হয়েছিল । সেই কারনে দোকানমালিক হয়তো বিদ্যুৎ বাহিত খোলা তার দোকানের মধ্যে রেখে দিয়েছিল । আমার ছেলে কারোর প্ররোচনায় ও সাহায্য নিয়ে হয়তো মদ্যপবস্থায় দোকান থেকে বিড়ি, চানাচুর, ইত্যাদি বের করতে গিয়েছিল । তখন সে তড়িতাহত হয়ে মারা যায় ।’ যদিও দোকানের মধ্যে বিদ্যুৎবাহিত খোলা তার রাখার কথা অস্বীকার করেছেন দোকান মালিক ।।