এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ জুন : গঙ্গার স্রোতে কলাগাছের ভেলায় ভেসে এল এক অজ্ঞাতপরিচয় মহিলার পচাগলা মৃতদেহ । সোমবার সকালে মালদা জেলার মানিকচকের শ্মশান সংলগ্ন গঙ্গার ঘাটের কাছে নদীর জলে জেলেদের দেওয়া মাছ ধরার ঘুনিতে আটকে গিয়েছিল মহিলার মৃতদেহসহ কলা গাছের ভেলাটি । বিষয়টি স্থানীয় দু’একজনের নজরে পড়ে যায় । ক্রমে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে মানিকচক থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকচকের শ্মশান সংলগ্ন গঙ্গার ঘাটের কিছুটা পাশে নদীতে মাছ ধরার উদ্দেশ্যে জাল ও ঘুনি পেতে রেখে দিয়েছেন স্থানীয় জেলেরা । এদিন সকালে ওই ঘুনিতে কলা গাছের গুঁড়ি দিয়ে তৈরি ভেলায় বাঁধা এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ আটকে থাকতে দেখা যায় । মহিলার পড়নে ছিল কমলা রঙের কাপড় । স্থানীয় বাসিন্দা লালু ভকত জানিয়েছেন,মৃত মহিলার বয়স ৩০-৩২ বছর হবে । তাঁকে যেভাবে ভেলায় বেঁধে গঙ্গায় ভাসানো হয়েছে তাতে অনুমান সাপের কামড়েই মৃত্যু হয়েছে ওই মহিলার । মৃত্যুর পর প্রাচীন রীতি অনুযায়ী তাঁকে কলাগাছের ভেলায় বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে । পাশাপাশি তিনি জানিয়েছেন,ওই মহিলা ভিন রাজ্যের বাসিন্দা বলেই তাঁরা অনুমান করছেন ।
পুলিশ জানিয়েছে,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য
পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে । ওই মহিলার নাম ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।