প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ অক্টোবর : পুকুর থেকে উদ্ভার হল তিন দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মৃতদেহ । মৃত যুবকের নাম ভোলা মাঝি (৩৭) । এই ঘটনাকে কেন্দ্রকরে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের মেমারির দিঘীরপাড় এলাকায়।খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় । পুলিশ যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে,দিঘীরপাড় এলাকানিবাসী যুবক ভোলা মাঝি পেশায় ছিলেন গাড়ি চালক । দুর্গা পুজোর মহানবমীর দিন নতুন জামা প্যান্ট পড়ে তিনি বাড়ি থেকে বের হন । তার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও যুবকের হদিশ পান না । এদিন সকালে দিঘীরপাড় এলাকার বাসিন্দারা স্থানীয় একটি পুকুরে যুবকের মৃতদেহ ভাসতে দেখে মেমারি থানায় খবর দেন । পুলিশ ওই পুকুর থেকে মৃতদেহ উদ্ধারের পর যুবকের পরিচয় জানা যায় ।
পরিবার সদস্যরা জানিয়েছেন ,পুজো শুরুর প্রাক্কালে যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়াঝাটি হয় । স্ত্রী রাগারাগি করে মেমারির চেকফোস্ট এলাকায় তাঁর বাপের বাড়িতে চলে যায় । পুজোর সময়েও স্ত্রী শ্বশুর বাড়িতে ফিরে না আসায় ভোলা মনকষ্টে ছিল । পরিবার সদস্যরা মনে করছেন,মহানবমীর দিন মদ পান করে বেসামাল হয়ে গিয়ে ভোলা কোনভাবে পুকুরের গভীর জলে পড়ে যাওয়াতেই তাঁর মৃত্যু হয়েছে ।।