এইদিন ওয়েবডেস্ক,খন্ডঘোষ(পূর্ব বর্ধমান),১৪ মার্চ : তিন দিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার সকালে গ্রামের একটি পুকুরের জলে ভেসে উঠল এক ব্যক্তির মৃতদেহ । পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার শাঁকারী গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ । পুলিশ জানিয়েছে,মৃতের নাম প্রশান্ত দাস(৪৭) । শাঁকারী গ্রামেই তাঁর বাড়ি । স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, মদের নেশায় আসক্ত ছিলেন ওই ব্যক্তি । নেশাগ্রস্থ হয়ে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান গ্রামের লোকজনের ।
জানা গেছে,প্রশান্ত দাস জনমজুরির কাজ করতেন । গত শনিবার দুপুরে গ্রামের বোস পুকুরে স্নান করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন । কিন্তু দীর্ঘক্ষণ তিনি বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয় । তখন পুকুরের পাড়ে তাঁর সাইকেল,জুতো,জামা প্যান্ট ও মোবাইলটি পড়ে থাকতে দেখা যায় । শেষে পরিবারের তরফ থেকে থানায় একটি নিখোঁজ ডাইরি করা হয় ।
গ্রামবাসী রামকৃষ্ণ ধাড়া বলেন,’প্রশান্ত কয়েকদিন ধরেই বলছিল সে দীঘা বেড়াতে যাবে । এজন্য মালিকের কাছ থেকে সে টাকাও নিয়েছিল । তাই সে হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর আমরা প্রথমে ভেবেছিলাম দীঘাতেই গেছে প্রশান্ত । কিন্তু পরে জানা যায় সে দীঘা যায়নি । থানায় নিখোঁজ ডাইরিও করা হয়েছিল । এরপর এদিন সকালে পুকুরের জলে প্রশান্তর মৃতদেহ ভাসতে দেখা যায় ।’ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।