শেখ মিলন,ভাতাড়,২৩ জানুয়ারী : ভাতাড়ের খড়ি নদী থেকে এক জনমজুরের দেহ উদ্ধার হল । পুলিশ জানিয়েছে, মৃতের নাম উত্তম কোঁড়া(৫৫) ৷ তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার শুনুর গ্রামে । শনিবার সকালে গ্রামের পাশে খড়ি নদীর অগভীর জলের মধ্যে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন । পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠায় ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,অনান্য দিনের মত শুক্রবার সকালেও পাড়ার লোকজনের সঙ্গে গ্রামের পাশে মাঠে কাজে গিয়েছিলেন উত্তম কোঁড়া । তারপর বিকেল নাগাদ অন্যরা বাড়ি ফিরে আসলেও উত্তম কোঁড়া বাড়ি ফেরেনি । পরিবারের লোকজন রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে । কিন্তু তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি ।
মৃতের শ্যালকের ছেলে সোমনাথ কোঁড়া বলেন, ‘এদিন গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারি উনি গ্রামের পাশে খড়ি নদীর অগভীর জলের মধ্যে পড়ে রয়েছেন । তারপর আমরা গিয়ে গ্রামবাসীদের সহায়তায় পিসেমশাইকে উদ্ধার করে ভাতাড় হাসপাতালে নিয়ে যাই । কিন্তু চিকিৎসকরা জানান উনি অনেকক্ষন আগেই মারা গেছেন ।’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উত্তমবাবু মদ্যপান করতেন । কাজের শেষে সম্ভবত শৌচকর্ম সারতে খড়ি নদীর চরে গিয়েছিলেন। সেখানে মদের নেশায় জলে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয়দের একাংশের । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।
দেখুন ভিডিও :