এইদিন ওয়েবডেস্ক,বাগেরহাট, ২৩ জুলাই : বাংলাদেশের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় নিখোঁজের একদিন পর চিংড়ি ঘের থেকে উদ্ধার হল হিন্দু ব্যবসায়ীর ১৯ বছরের কন্যক অর্পিতা সাহার মৃতদেহ । মঙ্গলবার সকালে উপজেলার বোয়ালিয়া ভ্যান স্ট্যান্ড এলাকার পরিতোষ বালার চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। অর্পিতা সাহা চিতলমারী বাজারের স্বনামধন্য ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে বলে জানা গেছে। তবে ওই তরুনী কিভাবে জলে ডুবে মারা গেছেন তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । স্থানীয় হিন্দুদের সন্দেহ যে তরুনীকে ধর্ষণ বা গনধর্ষণের পর খুন করে জলে ফেলে দেওয়া হয়েছিল ।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, “অর্পিতা সাহা সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। পরিবার থেকে থানায় জানানো হয়নি, তবে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে চিংড়ি ঘেরে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।” তিনি জানান,প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যু বলে মনে হচ্ছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে অর্পিতার মৃত্যুকে ঘিরে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। তার সহপাঠী, আত্মীয়স্বজন ও স্থানীয়দের অনেকে একে ‘রহস্যজনক মৃত্যু’ বলে সন্দেহ প্রকাশ করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বিস্তারিত মন্তব্য করতে নারাজ।।