শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৯ আগস্ট : মাঠ থেকে এক খেতমজুরের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বরজ গ্রামে । পুলিশ জানায় মৃতের নাম হপনা হেমব্রম । তাঁর বাড়ি ঝাড়খন্ডের দুমকা জেলায় । রবিবার বিকেল প্রায় সাড়ে ৫ টা নাগাদ মাঠ থেকে তাঁর মৃতদেহটি উদ্ধার করা হয় । সোমবার দেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ স্থানীয়দের অনুমান,হৃদরোগে আক্রান্ত হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ঝাড়খন্ডের দুমকার খেতমজুরের একটি দল প্রতি বছর আমন চাষের কাজে জন্য পিপলন অঞ্চলের বরজ গ্রামে আসে । এবারে ওই দলটি দিন ১৫ আগে এসেছে । ওই দলেই ছিলেন হপনা হেমব্রম । পান্ডু সোরেন নামে ওই দলের এক সদস্য বলেন, ‘রবিবার বিকেলে জমিতে কোদাল নিয়ে কাজ করছিলেন হপনা । কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে ফিরছে না দেখে দলের এক মহিলা তাঁকে খুঁজতে যায় । তখন তিনি হপনাকে জমিতে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন ।’
জানা গেছে,ওই মহিলা গ্রামে ফিরে এসে ঘটনার কথা জানান । এরপর লোকজন গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । তখন চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এদিন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।।