দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ জুন : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার দাঁইহাটে ভাগীরথীর জল থেকে উদ্ধার হল একটি ডলফিনের মৃতদেহ । খবর পেয়ে বনদফতরের কর্মীরা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় । জানা গেছে,ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন ছিল । তাই নদীতে ফেলে রাখা মাছ ধরার নাইলনের জালে আটকেই ডলফিনটির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে । এই বিষয়ে বনবিভাগের কাটোয়া মহকুমার ভারপ্রাপ্ত আধিকারিক শিবপ্রসাদ সিনহা বলেন,’মৃত ডলফিনটির আনুমানিক পাঁচ মাস বয়স হবে ।ময়নাতদন্তের জন্য ডলফিনটির দেহ বর্ধমানে দেহটি পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারন স্পষ্ট ভাবে জানা যাবে ।’
এদিকে ডলফিনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ‘ডলফিন মিত্র’ বলে পরিচিত স্থানীয় পরিবেশপ্রেমী গণেশ চৌধুরী। তিনি আফশোস করে বলেন,’মূলত মাছ ধরার জালে আটকেই ডলফিনের মৃত্যু হয় । গত বছর প্রায় ১০ টি ডলফিনের মৃত্যু হয়েছিলে এভাবে । জেলেদের বারবার সচেতন করা হচ্ছে । কিন্তু কোনো লাভ হচ্ছে না ।’
জানা গেছে,কাটোয়া শাঁখাই ঘাটের কাছে ভাগিরথীতে মিলিত হয়েছে অজয় নয় । আর দুই নদীর ওই সঙ্গমস্থলই প্রধান আশ্রয়স্থল কাটোয়ার গাঙ্গেয় ডলফিনের । মা ডলফিন প্রসবের সময় ফি বছর এখানেই আসে । এবারে ৮ – ১০ টি ডলফিনের জন্ম হয়েছে বলে জানান গণেশবাবু ।।