এইদিন ওয়েবডেস্ক,চাঁচল,০২ জুন : রাজ্যের মন্ত্রী মন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্যোগে কাশ্মীরে হৃদরোগে মৃত মালদার নির্মান শ্রমিকের মৃতদেহ আনা হল বিশেষ বিমানে । বৃহষ্পতিবার সকালে আব্দুল হালিম (৫০) নামে ওই শ্রমিকের কফিন বন্দী মৃতদেহ ফিরলো মালদহের চাঁচল ২ ব্লকের মালতিপুর বিধানসভার অন্তর্গত মাকরসু গ্রামে তাঁর বাড়িতে । দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার পরিজন ।
জানা গেছে,মাস খানেক আগে নির্মান শ্রমিকের কাজে কাশ্মীর গিয়েছিলেন আব্দুল হালিম । সোমবার কাজ থেকে ফেরার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর । ফোন মারফৎ মৃত্যুর খবর দেওয়া হয় মৃতের পরিবারকে । কিন্তু দেহ কিভাবে ফিরিয়ে আনা হবে তা নিয়ে তারা অতান্তরে পরে যায় । বিষয়টি জানতে পারেন মালতিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুর রহিম বক্সি । তিনি রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বিষয়টি জানান । এরপর মন্ত্রীর উদ্যোগে বিশেষ বিমানে কাশ্মীর থেকে মৃতদেহ এরাজ্যে ফিরিয়ে আনা হয় । মৃত আব্দুল হালিমের বাড়িতে আছে স্ত্রী,৫ কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান । হতদরিদ্র পরিবার । পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক ।।