এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ মে : একই দড়িতে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার হল মালদায় । পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম মনোজ মণ্ডল(১৮) ও চৈতন্য মণ্ডল (১৮) । তাঁদের বাড়ি মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষীপুরের অঞ্চলের কালাচাঁদ টোলা গ্রামে । শুক্রবার সকালে তাদের বাড়ি থেকে তিন- চারশো মিটার দূরে একটি বাগানের একটি ছোট আমগাছ থেকে একই নাইলনের দড়ির দু’প্রান্তে দু’জনকে ঝুলতে দেখা যায় । খবর পেয়ে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । পরে ময়নাতদন্তের জন্য দেহ দুটি মালদা জেলা হাসপাতালে পাঠানো হয় । দুই যুবককে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে মৃতদের পরিবারের লোকজন । পুলিশ জানিয়ে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, মৃত দুই যুবকের মধ্যে মনোজ মণ্ডল এলাকায় মেধাবী ছাত্র হিসাবে পরিচিত । তাঁর বাবা জনমজুরির কাজ করেন । বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে কালিয়াচক-২ নম্বর ব্লকের মধ্যে প্রথম হয়েছিল মনোজ । অন্যদিকে একই গ্রামের বাসিন্দা মনোজের বন্ধু চৈতন্য মণ্ডল মাধ্যমিকের পর পড়াশোনা ছেড়ে দেয় । তারপর সে ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করতে চলে যায় । লক ডাউনের আগে বাড়ি ফিরে আসে চৈতন্য । তারপর থেকে সে বাড়িতেই ছিল । চৈতন্যর বাদা বাবা শঙ্কর মণ্ডল অল্পবিস্তর চাষবাসের পাশাপাশি জনমজুরির কাজ করেন ।
শঙ্করবাবু জানিয়েছেন,বৃহস্পতিবার দুপুর ২ টোর সময় বাড়ি থেকে বেড়িয়ে যায় তাঁর ছেলে । তারপর রাতভর সে বাড়ি ফেরেনি । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর ছেলের কোনও সন্ধান পাওয়া যায়নি । শেষে এদিন সকালে খবর পান বাড়ির কিছুটা দুরে আমবাগানের একটি আমগাছে তাঁর ছেলে ও ছেলের বন্ধুকে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই আমবাগানের ঠিক পাশেই রয়েছে সানাউল হক নামে এক কৃষকের ভুট্টার জমি । এদিন সকালে ভুট্টা তুলতে গিয়ে তিনিই প্রথম ওই দুই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । তাঁর কাছ থেকে জানতে পেরে মৃত দুই যুবকের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা সেখানে ছুটে যান । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশবাহিনী সঙ্গে নিয়ে আসেন মোথাবাড়ি থানার ওসি মৃণাল চট্টোপাধ্যায় । এরপর পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।