এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,২৬ নভেম্বর ঃ একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রীতিমত আসরে নেমে পড়েছে পুর্ব বর্ধমানের বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলা নেতৃত্ব । দলের বিভিন্ন শাখা সংগঠনগুলিকে চাঙ্গা করতে প্রায় প্রতিদিনই বৈঠক করছেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ । এদিন বৃহস্পতিবারও অগ্রদ্বীপ অঞ্চলের সাহাপুরে একটি সরকারি লজে কাটোয়া মহকুমা এলাকার তিন মন্ডলের পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসেন তিনি । বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে ও নির্বাচনের সময় তাঁদের সকলকে কি দায়িত্ব পালন করতে হবে তা সবিস্তারে বুঝিয়ে দেন জেলা সভাপতি ।
এদিন মুলত কাটোয়া বিধানসভার অন্তর্গত তিন মন্ডল কাটোয়া নগর,দাঁইহাট নগর ও কাটোয়ায় বিজেপির ৪৩ নম্বর মন্ডলের সকল পদাধিকারীদের নিয়ে সাহাপুরের লজে বৈঠকে বসেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ । তিন মন্ডলের বিএলএ-২, মন্ডল সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ ও সাংগঠনিক কাটোয়া জেলার পদাধিকারীদের ডাকা হয় বলে জানা গেছে ৷ প্রায় দিনভর বৈঠক চলে ।
কৃষ্ণ ঘোষ বলেন, ‘নির্বাচনে জিততে গেলে বুথ মজবুত করতে হবে । বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনগুলিতে দেখেছি মহকুমা এলাকার কেতুগ্রাম-১,মঙ্গলকোট প্রভৃতি ব্লকগুলিতে প্রায় সব বুথেই বিরোধী দলের এজেন্ট বসতে না দিয়ে ব্যাপক ছাপ্পা ভোট দিয়েছে শাসকদল । ফলে যে সব জায়গায় আমাদের জেতার কথা সেখানে আমরা হেরে গেছি । তাই আগামী বিধানসভা নির্বাচনে যাতে তার পুনরাবৃত্তি না হয় তাই প্রথমে বুথকে মজবুত করার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে । আগামী নির্বাচনে প্রতিবুথে যাতে নুন্যতম ২৫ জন করে কার্যকর্তা রাখা যায় সেই লক্ষ্যেই এগুচ্ছি আমরা । পাশাপাশি শাসকদল ভোটার তালিকায় যাতে কোনও কারচুপি করতে না পারে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।’