এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ মার্চ : পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার অন্তর্গত সাত বিধানসভার প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক করল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল । শনিবার রাতে কাটোয়া শহরে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের বাড়িতে এই বৈঠকটি হয় । বৈঠকে রাজস্থানের বিজেপি নেতা মনীষ পারেখসহ ৫ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন । ওই সাত বিধানসভায় দলীয় প্রার্থীদের কিভাবে জিতিয়ে আনা যায় মূলত তা নিয়েই বৈঠকে আলোচনা হয় বলে দলীয় সুত্রে খবর।
পূর্ব বর্ধমানের কাটোয়া ও কালনা মহকুমা নিয়ে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলা । তার মধ্যে কাটোয়া মহকুমা এলাকায় তিনটি বিধানসভা হল মঙ্গলকোট,কেতুগ্রাম ও কাটোয়া । কালনা মহকুমার অন্তর্গত বিধানসভাগুলি হল কালনা, পূর্বস্থলী উত্তর,পূর্বস্থলী দক্ষিন ও মন্তেশ্বর । এবারে কাটোয়া বিধানসভায় শ্যামা মজুমদার,কেতুগ্রামে মথুরা ঘোষ ও মঙ্গলকোটে রানা প্রতাপ গোস্বামী, মন্তেশ্বরে সৈকত পাঁজা,কালনায় বিশ্বজিৎ কুন্ডু,পূর্বস্থলী দক্ষিনে রাজীব ভৌমিক ও পূর্বস্থলী উত্তরে গোবর্ধন দাসকে টিকিট দিয়েছে বিজেপি ।
শনিবার রাতে জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের কাটোয়া শহরের বাড়িতে ওই সাত প্রার্থীকে নিয়ে জরুরী বৈঠকের আয়োজন করা হয় । কেন্দ্রীয় নেতা মনীষ পারেখসহ ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল ও জেলা সভাপতি কৃষ্ণ ঘোষসহ মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন । গভীর রাত পর্যন্ত আলোচনা চলে । তারই মাঝে চলে রাতের খাওয়া দাওয়া ।
কৃষ্ণ ঘোষ জানিয়েছেন,তাঁর এলাকার সাত বিধানসভায় জয়লাভ করার লক্ষ্যে সবাইকে এক সঙ্গে নিয়ে চলার বার্তা দেওয়া হয়েছে । সংগঠনকে মজবুত করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান সাধারন মানুষের মধ্যে তুলে ধরার জন্য এলাকায় লাগাতার প্রচার অভিযান চালানোর বিষয়ে আলোচনা হয়েছে ।
প্রসঙ্গত,এবারে জেলা সভাপতি কৃষ্ণ ঘোষকে টিকিট দেওয়া হবে বলে আশা করেছিলেন তাঁর অনুগামীরা । কিন্তু দল তাঁকে টিকিট দেয়নি । এনিয়ে তাঁকে প্রশ্ন করা হলে কৃষ্ণবাবু বলেন, ‘আমার জেলার সাত প্রার্থীকে জেতানোর দায়িত্ব দিয়েছে দল । জেলা সভাপতি হিসাবে এখন থেকে আমার ওটাই লক্ষ্য । আমার এলাকার সাত বিধানসভায় তৃণমূলকে আমি হারাবোই ।’।