এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৩ জুন : আগামী ৮ জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে । আর এই আবহে শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে । আজ শুক্রবার ভোরে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সূর্য নগর ময়দানের কাছে বিজেপির ৪ নম্বর সার্কেল কমিটির অফিসটি দাউদাউ করে জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ।
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) বিরোধী নেতা তথা বিজেপি যুব নেতা অমিত জৈন জানান,অফিসে আগুন লেগে আসবাবপত্র, বিভিন্ন নথি এবং একটি স্কুটি ভস্মীভূত হয়ে গেছে। তার অভিযোগ, ‘এটি নিছক একটি দুর্ঘটনা নয়, একটি পরিকল্পিত ঘটনা ।’ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সার্কেল নম্বর ৪ কমিটির সভাপতি প্রসেনজিৎ পাল দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত দুষ্কৃতীরাই তাদের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে । তিনি এনিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন । যদিও তৃণমূলের জেলা সম্পাদক বাবলু পাল এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ।
এদিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিজেপি ৷ শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায় বিজেপির ৪ নম্বর সার্কেল কমিটির অফিসের সামনে বিজেপির নেতা ও কর্মীরা জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখায় । তারা দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান ।।