এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২০ জুন : নিজের বিধানসভা এলাকার একটি গ্রামে একের পর এক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন শুনে রবিবার সকালে সেখানে ছুটেছিলেন বিধায়ক । গ্রামে পৌঁছে জানতে পারেন ডায়রিয়া আক্রান্ত এক প্রৌঢ়ার অবস্থা গুরুতর । তারপর কালবিলম্ব না করে ওই প্রৌঢ়াকে উদ্ধার করে নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে গেলেন ব্লক হাসপাতালে । করলেন চিকিৎসার ব্যবস্থা । বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহার এই প্রকার মানসিকতার তারিফ করেছেন এলাকাবাসী।
বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার ১১ টি আসনের মধ্যে শুধুমাত্র দুবরাজপুর আসনে জয়লাভ করেছে বিজেপি । বিধায়ক নির্বাচিত হয়েছেন অনুপ সাহা । জেতার পর থেকেই এলাকাবাসীর সুবিধা অসুবিধার কথা শুনতে নিজের বিধানসভা এলাকার গ্রামগুলি কার্যত চষে বেড়াচ্ছে অনুপবাবু ।
বিধায়ক অনুপ সাহা বলেন, ‘এদিন সকালে জানতে পারি খয়রাশোল ব্লকের রুপুসপুর পঞ্চায়েতের চুয়াগড়া গ্রামের বাসিন্দারা একের পর এক ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন । খবর পেতেই ওই গ্রামে যাই । গিয়ে দেখি পরিস্থিতি খুব ভয়াবহ । একজন গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দিন তিনেক আগে মারা গেছেন শুনলাম । অনেক মহিলা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন । এক প্রৌঢ়ার অবস্থা খুব গুরুতর । একথা শোনার পর এদিন তাঁকে হাসপাতালে ভর্তি করে এলাম ।’
স্থানীয় সুত্রে জানা গেছে, চুয়াগড়া গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর সন্ধ্যা বাউরী(৫৫) নামে ওই প্রৌঢ়া কয়েকদিন ধরে বমি, পায়খানা প্রভৃতি উপসর্গ জনিত সমস্যায় ভুগছেন । সেভাবে চিকিৎসা না হওয়ার কারনে তাঁর শারিরীক অবস্থা ক্রমশ জটিল আকার ধারন করে । কিন্তু বিভিন্ন সমস্যার কারনে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে পারেনি পরিবারের লোকজন । এদিন গ্রামে গিয়ে বিষয়টা জানতে পেরে ওই মহিলাকে নিজের গাড়িতে চাপিয়ে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন বিধায়ক।
বিধায়ক অনুপ সাহা বলেন, ‘এই পরিস্থিতিতে চুয়াগড়া গ্রামে একটি মেডিকেল ক্যাম্প করলে গ্রামবাসীরা ভীষণ উপকৃত হতেন । এই বিষয়ে হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেছি । ওনারা আশ্বাস দিয়েছেন ।’ পাশাপাশি তিনি বলেন, ‘নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিকাঠামো নেই । এলাকার মানুষ নুন্যতম চিকিৎসা পরিষেবা পর্যন্ত পান না । এর জন্য স্বাস্থ্য দপ্তরকে চিঠি লিখব যাতে হাসপাতালটাকে ঢেলে সাজানো হয় । এতে এলাকার মানুষ উপকৃত হবেন ।’।