এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর, ০৪ জুলাই : রবিবার জম্মু বিভাগের রিয়াসি জেলার( Reasi district) গ্রামবাসীরা দুই কুখ্যাত সন্ত্রাসবাদীকে ধরে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করেছে । ধৃতরা হল ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত সন্ত্রাসবাদী রাজৌরির তালিব হুসেন শাহ (Talib Hussain Shah) এবং পুলওয়ামার ফয়সাল আহমেদ দার(Faisal Ahmed Dar)। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ টি একে ৪৭ রাইফেল,৭ টি গ্রেনেড, একটি পিস্তল । জম্মুর অতিরিক্ত ডিরেক্টর-জেনারেল অফ পুলিশ (এডিজিপি), মুকেশ সিং বলেছেন,’তালিব হুসেন পাকিস্তানে অবস্থিত এলইটি সন্ত্রাসী কাসিমের সাথে ক্রমাগত যোগাযোগে ছিলেন। এছাড়া রাজৌরি জেলায় সাধারণ মানুষকে হত্যা এবং গ্রেনেড বিস্ফোরণের অন্তত তিনটি ঘটনায় জড়িত ছিল সে ।’
কিন্তু এখন ধৃতদের মধ্যে তালিব হোসেন শাহকে নিয়ে বেজায় অস্বস্তিতে পড়ে গেছে বিজেপি শিবির । কারন তালিব জম্মুতে বিজেপির সংখ্যালঘু মোর্চা, আইটি এবং সোশ্যাল মিডিয়ার প্রধান হিসাবে নিযুক্ত রয়েছেন । চলতি বছরের মে মাসের ৯ তারিখে তাঁকে ওই পদে নিয়োগ করেন জম্মু কাশ্মীরে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ বসির । শুধু তাই নয়,বিজেপির বহু শীর্ষ নেতার সঙ্গে তালিবের ছবিও ক্রমশ প্রকাশ্যে আসছে সোশ্যাল মিডিয়ায় । একজন ‘ওয়ান্টেড’ জঙ্গিকে দলের একটি গুরুত্বপূর্ণ পদে বসানোয় স্বভাবতই সমালোচনার ঝড় উঠছে দেশ জুড়ে । বিজেপি বিরোধী দলগুলি রীতিমতো আক্রমণ শানাতে শুরু করেছে ।
যদিও বিজেপির মুখপাত্র আরএস পাথানিয়ার ( RS Pathania) সাফাই,’আমি বলব এটি একটি নতুন মডেল । বিজেপিতে প্রবেশ করো,স্বচ্ছন্দে ঘোরাঘুরি করো ,জরিপ করো । এমনকি শীর্ষ নেতৃত্বকে হত্যার করারও ষড়যন্ত্র ছিল যা পুলিশ ভেস্তে দিয়েছে ।’ তবে এই ঘটনার পর দলের অনলাইন সদস্যপদ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে বিজেপির অভ্যন্তরে ।।