এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ জুলাই : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার কৈথন বাসস্ট্যান্ডের অদূরে একা বাড়ি ফেরার পথে গনধর্ষিতা হন ২৪ বছরের এক ২৫ বছরের এক বধূ । এই ঘটনায় দুই ধর্ষক দুলাল শেখ (৩৫) এবং বজরুল শেখ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের বাড়ি কাটোয়া থানার করুই নতুনগ্রামে। বর্তমানে তারা সাতদিনের জন্য পুলিশের হেফাজতে । এদিকে এই ন্যাক্কারজনক ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি । কাটোয়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে এনিয়ে আজ শনিবার বিকেলে কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিকের (S.D.P.O) কাছে গনডেপুটেশন জমা দেওয়া হয় ।
বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার লেটার প্যাডে সভাপতি স্মৃতিকণা বসু,জেলা জিএস সীমা ভট্টাচার্য, কাটোয়া নগর সভাপতি সুমন দেবনাথসহ ৪ বিজেপি নেতার স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, ‘যে হিন্দু মেয়েটি ধর্ষিত হয়েছে তিনি খুবই অসহায় বোধ করছেন। কারন আমরা গতকাল তার সাথে দেখা করতে চাইলে একটি থ্রেট ফোন আসে এবং মেয়ের বাবা ভীষন ভয় পেয়ে, আমাদের বেড়িয়ে যেতে বলেন এবং কিছুটা দুর্ব্যবহারও করে ফেলেন, তবে মেয়েটি শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আমরা যতক্ষন দিলাম, ধর্ষকদের কঠোর শাস্তির দাবী জানিয়েছে। তাই মহাশয়ের কাছে অনুরোধ যথাযত প্রমান সংগ্রহের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং মেয়েটির নিরাপত্তার দাবীও জানাচ্ছি।’
প্রসঙ্গত, বুধবার রাত প্রায় সাড়ে ৮ টা নাগাদ বাড়ি ফেরার সময় একটি পোলট্রি ফার্মের কাছে এলে ওই বধূকে জোর করে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে গনধর্ষণ করে দুলাল শেখ ও বজরুল শেখ,বলে অভিযোগ । ওই রাতেই কাটোয়া থানায় এফআইআর দায়ের করেন নির্যাতিতা । কাটোয়া থানা এলাকার ২৪ বছরের ওই নির্যাতিতা বধূ পুলিশকে জানিয়েছেন তাঁর স্বামীর সঙ্গে একটি মামলা চলছিল। তার নিস্পত্তির জন্য বুধবার তিনি কাটোয়া আদালতে আসেন। যদিও মহিলা বাপেরবাড়িতেই থাকেন। কাটোয়া আদালতে কাজ মিটিয়ে মহিলা ও তাঁর স্বামী দুজনেই কাটোয়া বাসস্ট্যান্ডে বাস ধরেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। বধূ কৈথন বাসস্ট্যান্ডে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নামেন। সেখান থেকে টোটো ধরে মহিলা বাপের বাড়ি ফেরার জন্য কিছুটা এগিয়ে আসেন। মহিলার কথায়,’যেহেতু আমি একা ছিলাম, তাই স্বামীকে বলি কিছুটা এগিয়ে দিতে। আমার স্বামী কিছুটা এগিয়ে দেন। এরপর হেঁটে একাই বাপেরবাড়ি ফিরছিলাম।’নির্যাতিতা জানিয়েছেন গ্রামের রাস্তা ধরে হেঁটে বাড়ি ফেরার সময় রাত প্রায় সাড়ে আটটা নাগাদ একটি পোল্ট্রি ফার্মের কাছে দুলাল শেখ এবং বজরুল শেখ দুজনে আটকায়। জোর করে মাঠের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে । ধর্ষণের পাশাপাশি দুলাল শেখ বধূর গালে চড় মারে বলে অভিযোগ। মহিলা জানিয়েছেন তিনি অসুস্থ অবস্থায় পড়ে থাকেন। দুজন পালিয়ে যায়। এরপর মহিলা কোনওক্রমে বাড়ি ফেরেন। মহিলা পরিবারের কাছে বিষয়টি জানানোর পর রাতেই অভিযোগ দায়ের করেন।
বধূকে যৌন নির্যাতনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবির পাশাপাশি আরও কিছু দাবি জানিয়েছে বিজেপি । এসডিপিওর কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের ইউনিয়ন বন্ধের কথা ঘোষনা করলেও আমাদের কাছে যেটুকু খবর আছে তাতে কাটোয়া কলেজে এখোনো ইউনিয়ন রুম খোলা হচ্ছে এবং প্রাক্তন ছাত্র ইউনিয়নের দাদারা জোর করে ২১ শে জুলাই এর সভাতে যাওয়ার জন্য বাধ্য করছে। কাটোয়া কলেজে গ্রুপ ডি এর কাজের জন্য ইতিমধ্যে ৫০-৬০ জন শাসক দলের প্রাক্তন ছাত্র পরিষদের দাদারা চুক্তি ভিত্তিক কাজ করছে তাই ইউনিয়ন বন্ধ হলেও এই কলেজের থ্রেট কালচার বন্ধ করা দায় হবে যতক্ষোন না, এইসব অবৈধ নিয়োগ বন্ধ করা না যায়। ভাই মহাশয়ের কাছে অবিলম্বে অবৈধ নিযোগ বন্ধের দাবি জানাই।
আরও বলা হয়েছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বোমা শিল্পের বাজার রমরমিয়ে চলছে। গতকাল কোশিগ্রামের রাজোয়া গ্রামে বীরভূম থেকে লোক এসে বোম বাঁধছিল। শুধু রাজোয়া নয়,কাটোয়া থানার অন্তর্গত এরকম বহু জায়গায় বোমা বাধার কাজ চলছে। অবিলম্বে আপনাদের প্রশাসনকে আরো সজাগ থেকে এগুলোকে বাজেয়াপ্ত করতে হবে, নাহলে এরকম বোমা ফেটে সআধারন মানুষও মারা যেতে পারে।।

