এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ নভেম্বর : পুর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড এলাকার ৭৯ নম্বর বুথে ৪৩ জন মৃত ভোটারের হদিশ পাওয়া গেছে । এনিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপির কাটোয়া নগর মণ্ডল কমিটির সভাপতি সুমন দেবনাথ । তিনি মৃত ভোটারদের তালিকা তুলে অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় ওই ৪৩ জন মৃত ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বহাল রেখে দিয়েছে শাসকদল । যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর ও দলের কাটোয়া শহর কমিটির সভাপতি শুভ্রা রায় ।
এর আগে কাটোয়া-২ ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েতের কোয়ারা গ্রামে ২৫৮ নম্বর বুথে ৫৯ জন মৃত ভোটারের নাম বছরের পর বছর ধরে ভোটার তালিকায় রেখে দিয়ে তৃণমূল নিজেদের পক্ষে ভোট দেওয়াচ্ছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি। বিষয়টি তারা নির্বাচন কমিশনের নজরেও এনেছে । পাশাপাশি ওই বুথেই পুরান চন্দ্র ঘোষ নামে যে প্রাথমিক স্কুলশিক্ষককে বিএলও-এর দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ওই বুথেরই শাসকদলের বুথ সভাপতি । তাকে অবিলম্বে বিএলও-এর দায়িত্ব থেকে সরানোর দাবি জানায় গেরুয়া শিবির । বিজেপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন শনিবার একটি নির্দেশ জারি করে পুরানচন্দ্র ঘোষকে ২৫৮ নম্বর বুথ থেকে সরিয়ে দিয়েছে বলে খবর । এদিকে এই বিতর্কের জের মিটতে না মিটতেই কাটোয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ৪৩ জন মৃত ভোটারের হদিশ মেলায় তোলপাড় পড়ে গেছে এলাকায় ।
বিজেপি নেতা সুমন দেবনাথ বলেন,’কাটোয়া শহরের ৭৯ নম্বর বুথে খ্যাপাকালীতলা পাড়ায় ৪৩ জন মৃত মানুষের নাম ভোটার তালিকায় এখনো রয়ে গেছে । মজার বিষয় হল, তাদের মধ্যে কেউ কেউ ৭ বছর আগে,কেউ ১০-১৫ বছর আগে, কেউ ২০ বছর আগেই মারা গেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এইসমস্ত ভোটারদের জীবিত দেখিয়ে নিজেদের পক্ষে ভোট করায় বলে ওই নামগুলিকে ভোটার তালিকায় বহাল রেখে দিয়েছে ।’ যদিও বিষয়টি জানা নেই বলে দায় এড়িয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের কাটোয়া শহর কমিটির সভাপতি শুভ্রা রায়।।

