প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১৬ ডিসেম্বর : আজ মঙ্গলবার দুপুরে বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর পর নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে ৫৮,২০,৮৯৮ জনের নাম৷ কিন্তু খসড়া তালিকায় এমন কিছু নাম রয়েছে যাদের ’বাংলাদেশী অনুপ্রবেশকারীদের’ বলে চিহ্নিত করেছে বিজেপি । তারা এমনই অভিযোগ তুলেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর-১ পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রুপালী বিশ্বাস ও তাঁর মা দাসী বিশ্বাসের বিরুদ্ধে । যদিও আজ কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় “জামালপুর দোলারডাঙ্গা ফ্রি প্রাথমিক বিদ্যালয়”-এর “২ নম্বর কক্ষ”-এর ভোটার( ক্রমিক নম্বর-৬৭৭) হিসাবে দাসী বিশ্বাসের নাম দেখা গেলেও রুপালী বিশ্বাসের এপিক নম্বর সার্চ করলে “নো রেজাল্ট ফাউন্ড” দেখাচ্ছে । এদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই তৃণমূল সদস্যা মেয়ে তার মাকে ’বাংলাদেশী অনুপ্রেশকারী’ দাবি করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আর্জিও জানিয়েছে বিজেপি । এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ।
জামালপুর-১ নম্বর পঞ্চায়েতটি ২৬২ জামালপুর (তপঃ) বিধানসভা কেন্দ্রের অন্তর্গত । এই পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম উত্তর মোহনপুরে বসবাস করেন রুপালী বিশ্বাসরা৷ জামালপুর দোলারডাঙ্গা ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের ১৪২ নম্বর বুথের ভোটার তারা । আর এই বুথের বিজেপির বুথ লেভেল এজেন্ট (বিএলএ) হলেন সুশান্ত মণ্ডল । তিনিই মূলত রুপালী বিশ্বাস ও তাঁর মা দাসী বিশ্বাসকে ’বাংলদেশী অনুপ্রবেশকারী’ বলে দাবি করেছেন।
সুশান্ত মণ্ডল প্রশাসনের কাছে অভিযোগে জানিয়েছেন, ১৪২ নম্বর বুথের ২০২৫ সালের ভোটার তালিকার ৫৩৩ ক্রমিক নম্বারে রয়েছে জামালপুর ১ পঞ্চায়েতের দু’বারের তৃণমূল সদস্য রুপালী বিশ্বাসের নাম।একই বুথের ৭২৭ ক্রমিক নম্বারে রয়েছে রুপালী বিশ্বাসের মা দাসী বিশ্বাসে নাম।বিজেপির বিএলএ (BLA)সুশান্ত মন্ডলের অভিযোগ,’রুপালী বিশ্বাসের স্বামী তারক বিশ্বাস তৃণমূলের সক্রিয় কর্মী । তিনি’ই রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রথমে অবৈধ উপায়ে তাঁর স্ত্রীর নাম তোলান ভারতের ভোটার তালিকায়।তার পর ভোটার কার্ড,আধার কার্ড ও তফসিলি জাতি (SC) সংশাপত্র হস্তগত করে নিয়ে রুপালী বিশ্বাস দু’বারের পঞ্চায়েত সদস্য হয়েছেন।
একই ভাবে রুপালী বিশ্বাসের মা দাসী বিশ্বাসের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন বিজেপি নেতৃত্ব।তারা প্রশাসনকে জানিয়েছেন,২০০২ সালে ভারতীয় ভোটার তালিকায় দাসী বিশ্বাসের নাম নথিভুক্ত ছিল না।পরে ভোটার তালিকায় নাম তোলার জন্য দাসী বিশ্বাস তাঁর নিজের পিতা,মাতা এমন কি স্বামীর পরিচয় গোপন করে যান।পরিবর্তে তিনি উত্তর মোহনপুর গ্রামের জগন্নাথ বিশ্বাসকে নিজের ’আপনজন’ দেখিয়ে ভোটার তালিকায় তাঁর নাম তুলে ফেলেছেন।সেই কারণে ২০২৫ শের ভোটার তালিকায় দাসী বিশ্বাসের নামের নিচে তাঁর পিতা,মাতা বা স্বামী সম্পর্কের বিষয়টি ’উহ্য’ই রয়ে আছে। পরিবর্তে সেখানে “অনান্য” উল্লেখ করে জগন্নাথ বিশ্বাসের নাম লেখা রয়েছে’। একই পথ অনুসরণ করে রূপালী বিশ্বাসের শ্বশুর অনিল বিশ্বাসকে নিজের পিতা দেখিয়ে উত্তর মোহনপুর গ্রামের গোপীনাথ বিশ্বাস ভোটার তালিকায় নাম তুলিয়ে নিয়েছেন বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ । প্রশাসনের কাছে অভিযোগপত্র জমা দেওয়ার সময় বিজেপির জামালপুর-১ মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল হুঁশিয়ারি দেন, সংশোধিত ভোটার তালিকায় ফের যদি রুপালী বিশ্বাস ও তাঁর মা এবং জগন্নাথ বিশ্বাসের নাম নথিভুক্ত হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। যদিও আজ প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দাসী বিশ্বাসের নাম দেখতে পাওয়ার পর বিজেপির প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
বিজেপির অভিযোগ প্রসঙ্গে জামালপুরের বিডিও পার্থসারথী দে জানান,অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৪২ নম্বর বুথের বিএলওকে নির্দেশ দেওয়া হয়েছে।সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে বিজেপি নেতাদের আনা এইসব অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন রুপালী বিশ্বাস ও তাঁর মা। একই দাবি করে জামালপুর-১ পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মণ্ডল বলেন,’২০২৩ সালের পঞ্চায়েত ভোটের সময় থেকে রুপালী বিশ্বাসকে ফাঁসানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে সুশান্ত মণ্ডল এবং তাঁর স্ত্রী দেবিকা দেবনাথ।’।

