এইদিন ওয়েবডেস্ক,ভুবনেশ্বর,১৩ আগস্ট : ওড়িশা বিজেপি সরকার রাজ্যে বসবাসকারী অবৈধ বাংলাদেশী অভিবাসীদের চিহ্নিত করতে এবং নির্বাসনে ব্যাপক প্রচারণা চালানোর ঘোষণা করেছে।ওড়িশা সরকার দীর্ঘদিন ধরে রাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের নথিও যাচাই করবে। সরকার বলেছে যে যাচাই করার পরে অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের দেশে ফেরত পাঠানো হবে। ওড়িশা উপকূলরেখা তিন স্তরের নিরাপত্তার অধীনে রয়েছে।
ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন বলেছেন, ‘অনেক লোক পশ্চিমবঙ্গ হয়ে ভারতে এসেছে এবং কিছু সরাসরি সমুদ্র পথে রাজ্যে অবৈধভাবে ঢুকে পড়েছে । ওড়িশায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের শীঘ্রই চিহ্নিত করা হবে, সরকার এই বিষয়টির গুরুত্ব সহকারে দেখার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি বলেন,’ওড়িশায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের শীঘ্রই চিহ্নিত করা হবে । তাদের যাচাই করা হবে এবং যদি তাদের কোন পরিচয় প্রমাণ না থাকে তবে তাদের তাদের মূল দেশে ফেরত পাঠানো হবে। প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে… রাজ্যে আরও কিছু লোক আসবে বলে আশঙ্কা করা হচ্ছে ।’ ভারতীয় কোস্ট গার্ড এবং মেরিন পুলিশকে সতর্ক করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের সাথে একটি পর্যালোচনা বৈঠক করেছেন বলেও জানান তিনি ।
প্রসঙ্গত ম,বাংলাদেশে হিন্দুদের নরসংহার,ধর্ষণ, ঘরবাড়ি-দোকানপাট লুটপাট-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ ভাবে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের উপর তীব্র ঘৃণার সৃষ্টি হয়েছে । আর তারই প্রতিক্রিয়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হামলার মুখে পড়তে হচ্ছে । দিল্লি,উত্তরপ্রদেশের এমন অনেক ঘটনার খবর পাওয়া গেছে । এবারে ওড়িশা থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের প্রতি ঘৃণার প্রতিক্রিয়ার কিছু ঘটনার ভিডিও ফুটেজ সামনে আসছে । মুলত বাংলাভাষী হকার দেখলেই তার পরিচয়পত্র যাচাই করছে গ্রামবাসীরা ।
বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের হরিশ্চন্দ্রপুর সহ মালদার বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকদের হেনস্তার খবর পাওয়া গেছে । ওডিশার বাইরে থেকে কাজ করতে আসা বাঙালি শ্রমিকদেরকে বাংলাদেশি বলে বিদ্রুপ করে এলাকা ছাড়ার নির্দেশ দিচ্ছেন স্থানীয় লোকজন। কোথাও বা কান ধরে উঠবস, আবার কোথাও পরিচয় পত্র, আধার কার্ড দেখানোর জন্য হুমকি দেওয়া হচ্ছে। অবিলম্বে ফেরত যাওয়ার জন্য নির্দেশ দেওয়াও হয়েছে। মালদার তালগাছি এলাকার এক শ্রমিক রেজাউল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি এখানে ধান লাগানোর জন্য এসেছি। আমাদেরই গ্রামের হামেদ আলি বিভিন্ন এলাকা ঘুরে হরেক মাল বিক্রি করেন তাঁকেই হেনস্তা করেছে এলাকার বাসিন্দারা। আমাদেরকে ক্রমাগত হুমকি দিচ্ছে ওডিশা ছেড়ে চলে যাওয়ার জন্য।‘ এদিকে ইতিমধ্যে মালদা জেলা প্রশাসন ওডিশায় থাকা শ্রমিকদের এলাকায় ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয়েছে বলে জানা গেছে ।।