এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ আগস্ট : ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ এর ব্যানারে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার (২৭ আগস্ট) “নবান্ন অভিযান”-এর ডাক দেওয়া হয়েছে । ওই অভিযানে ঝামেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য পুলিশ । তবে বিজেপির আশঙ্কা আন্দোলকারীরা নয়, ঝামেলা করতে পারে ‘তৃণমূলের গুন্ডারা’ই । আজ মঙ্গলবার কলকাতার সল্টলেকে দলীয় কার্যালয়ে এই আশঙ্কার কথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেছেন,’কোচবিহার বা আলিপুরদুয়ার থেকে তৃণমূলের একজন নেতা ২৭ তারিখে নবান্ন অভিযানে আসার জন্য ট্রেনে উঠেছে । গতকাল আমার কাছে ভিডিওটা এসেছে । আমাকে বলা হয়েছে যে যেমন করে হোক ওই তৃণমূল নেতাকে গ্রেফতারের ব্যবস্থা করা হোক । ওই তৃণমূল নেতা লাঠিসোঁটা নিয়ে মিছিলে আসছে। সে তৃণমূলের ছাত্র নেতা, যুবনেতা । আমার কাছে তার ছবি আছে ।’ বিজেপির রাজ্য সভাপতির আশঙ্কা ওই সমস্ত তৃণমূল নেতারা এসেই ঝামেলা পাকিয়ে নবান্ন অভিযানকে পন্ড করে দিতে চাইছে । পাশাপাশি সুকান্ত মজুমদার বলেন,’নবান্ন অভিযানে ভয়ে গর্তে ঢুকে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো ।’ তিনি রাজ্য পুলিশকে আহ্বান জানিয়ে বলেছেন,’আপনারা মমতা ব্যানার্জির ঢাল হবেন না । শান্তিপূর্ণ আন্দোলন করতে দিন ।’
অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও আশঙ্কা প্রকাশ করে বলেছেন,’মঙ্গলবার বহিরাগত তৃণমূলের গুন্ডারা নবান্ন অভিযানে ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে।’ এই কারনে তিনি প্রত্যেক আন্দোলনকারীকে সতর্ক থাকার আহ্বান জানান । আরজিকর কাণ্ডের প্রতিবাদে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আজ বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি ছিল আসানসোলে । আসানসোলের কর্পোরেশন মোড়ে প্রায় দুঘন্টা ধরে এই অবরোধ কর্মসূচি চলে । সেই সময় তিনি সাংবাদিকদের বলেন,’মঙ্গলবার নবান্ন অভিযান রয়েছে। নবান্নর ছাদে হেলিকপ্টার রেডি রাখবে ।’।