জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,দুর্গাপুর,২৬ মে : নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের আন্তরিক সাহিত্য পত্রিকা গোষ্ঠী ও এডুকেশন এ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে ২৬ শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হলো দুর্গাপুরের বিক্রমাদিত্য সরণিতে অবস্থিত একটি প্রাঙ্গণে।
কবি নজরুলের জন্মদিন উপলক্ষ্যে কবির লেখা গান, কবিতা এবং শিশুদের বসে আঁকা ও কবিদের তাৎক্ষণিক কবিতা লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু শিল্পীদের কল্পনার তুলিতে নানা রঙে ধরা পড়ে বিদ্রোহী কবির বিভিন্ন ভঙ্গিমা। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা বিদ্রোহী কবির জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তরিক পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায় , উমাশংকর সেন ও চন্দ্রা পাঁজা। এর আগে কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিশিষ্ট ব্যক্তিরা। পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর এডুকেশন এ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বাসুদেব মন্ডল, আন্তরিক সাহিত্য পত্রিকা গোষ্ঠীর সভাপতি অশোক সিংহরায় , বিশিষ্ট সাহিত্যিক কালীপ্রসাদ দত্ত, জয়দীপ ব্যানার্জ্জী, আর ডি গৌতম, তরুণ সাহা , উমা শংকর সেন ,সমীরন পাত্র , বৈশাখী মুখার্জ্জী , অর্চনা সিংহরায় , অঙ্কিত ঘোষ , রুনা ভট্টাচার্য্য , বিশ্বজিৎ দেব , রাজ মুখার্জ্জী সহ আরও অনেকে ।
আন্তরিক পত্রিকা গোষ্ঠীর সম্পাদিকা অন্তরা সিংহরায় বলেন,’মোবাইলের নেশায় আসক্ত হয়ে বর্তমান প্রজন্ম বাংলার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ভুলে যাচ্ছে। সেই ঐতিহ্য পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই আন্তরিক পত্রিকা গোষ্ঠী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা তথা ভারতের বিশিষ্ট মনীষীদের কীর্তি সাধারণ মানুষের সামনে তুলে ধরে আসছে ।’।