সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১০ নভেম্বর : প্রতিবছরের মত এ বছরও যথাযথ মর্যাদায় পালিত হলো ভাতারের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় ভোলানাথ সেনের জন্মদিবস । নিজের কার্যকালের সময় এলাকার প্রভুত উন্নতি সাধনের জন্য তাকে ভাতারের রূপকার বলা হয়ে থাকে ৷ ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে ভাতারের গান্ধী কালচার প্রাঙ্গনে ১০৩ তম জন্ম দিবস উপলক্ষ্যে শনি ও রবিবার এই দু’দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যে কংগ্রেস সরকারের সময় পূর্তমন্ত্রী ছিলেন ভোলানাথ সেন। সেই সময়ে ভাতারকে ঢেলে সাজিয়েছিলেন তিনি । ভাতার থানা ,ভাতার ফায়ার ব্রিগেড, অডিটোরিয়াম হল, বিডিও অফিস, আলিনগর স্টেডিয়ামসহ প্রতিটি গ্রামের যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড ঘটিয়েছিলেন ভোলানাথ সেন । সেকারণেই ভাতারবাসী ভোলানাথ সেনকে পল্লী গান্ধী ও ভাতারের রূপকার হিসেবে আখ্যা দিয়েছেন।
শনিবার ভোলানাথ সেনের ১০৩ তম জন্ম দিবস উপলক্ষে ভাতাড় গান্ধী কালচার ভাবনে গান্ধীজীর মূর্তি ও ভোলা সেনের মূর্তিতে মাল্য দানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। আজ দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোলানাথ সেনের স্মৃতিচারণা করেন আমন্ত্রিত অতিথিরা। রবিবার ভোলা বাবুর জন্ম দিবস উপলক্ষ্যে বর্ধমান লায়ন্স ক্লাবের সহযোগিতায় বিনা খরচে চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি বাছাই পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রায় ২০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় ।।