প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ জুন : হেপাজতে নেওয়া দুস্কৃতিদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ৪ টি বাইক উদ্ধার করলো পুলিশ । পাশাপাশি পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশ বাইক চুরির ঘটনায় ধৃত ওয়াসিম আক্রমের বাড়িতে তল্লাশি চালিয়ে ২ রাউণ্ড কার্তুজ সহ একটি রিভালবারও উদ্ধার করেছে ।বাইক চুরি চক্রের জাল বহুদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে বলে পুলিশ মনে করছে।সেই কারণে বুধবার ধৃতদের কালনা মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৪ দিনের জন্যে নিজেদের হেপাজতে নিয়ে চক্রের বিষয়ে আরও সন্ধান চালানো শুরু করেছে ।
পুলিশ জানিয়েছে ,কালনা শহর থেকে একটি
মৌটরবাইক চুরির ঘটনার তদন্তে নামার পর কালনা থানার পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সেই তথ্য ধরে সন্ধান চালিয়ে পুলিশ ২৫ মে কালনার গুপ্তিপুর ও শাঁখাটি এলাকা থেকে চারটি চোরাই মোটরবাইক উদ্ধার করে । পাশাপাশি পুলিশ ওই বাইক গুলি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করে।তদন্তের প্রয়োজনে পুলিশ ধৃতদের মধ্যে তারক ধারা ও ওয়াসিম আক্রমকে ৭ দিন নিজেদের হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালায় ।জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে কালনা থানার পুলিশ ধৃতদের হেপাজতের মেয়াদের মধ্যেই গুপ্তিপুর এলাকার একটি গ্যারেজে অভিযান চালায় ।সেখান থেকে চুরি যাওয়া আরও ৪ টি বাইক উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে ,উদ্ধার হওয়া মোটরবাইক গুলি পূর্ব বর্ধমান জেলা সহ অন্য জেলা থেকে চুরি করা ।ওই অভিযানের দিনেই ওয়াসিম আক্রমের বাড়িতে তল্লাশি চালালে দুই রাউন্ড কার্তুজ সহ একটি রিভলবার উদ্ধার হয় বলে পুলিশ দাবি করেছে ।কালনা থানার এক পুলিশ কর্তার বলেন , ধৃত দুস্কৃতিদের ডেরা থেকে এই পর্যন্ত মোট ৮টি বাইক উদ্ধার করা গেছে ।।