সঞ্জয় মণ্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ মার্চ : বেপরোয়া গতির কারনে একের পর এক প্রাণঘাতী দূর্ঘটনা ঘটলেও টনক নড়ছে না গাড়ি ও মোটরসাইকেল চালকদের । পূর্ব বর্ধমান জেলার ভাতারে ফের এক বাইক চালক বেপরোয়া গতির শিকার হয়েছেন । আজ সোমবার দূর্ঘটনাটি ঘটেছে ভাতার থানার নরজা মোড়ের কাছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে । আহত বাইক আরোহীর নাম অর্পণ চৌধুরী । পার্শ্ববর্তী কর্জনা গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ চৌধুরী,ওরফে খোকন চৌধুরীর ছেলে অর্পন । আহত যুবক বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা গুরুতর বলে জানা গেছে ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,এদিন বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক ধরে প্রচন্ড গতিতে বাইক চালিয়ে বর্ধমানের মুখে যাচ্ছিলেন অর্পণ চৌধুরী । কিন্তু তিনি নরজার মোড়ের কাছে এলে বাইকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন । নরজা মোড়ে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা গাছে সজোর ধাক্কা দেয় বাইকটি । বাইক আরোহীর ছিটকে পড়ে । হেল্পমেট না থাকায় মাথায় ও মুখে গুরুতর আঘাত লাগে তার । স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে । পরে ঘটনাস্থলে কিছুটা দূরে ডিউটি করা সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে খবর পেয়ে ভাতার থানা থেকে পুলিশ গিয়ে গুরুতর জখম বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ।
স্থানীয় বাসিন্দাদের দাবি যে বাইক আরোহী মদ্যপ অবস্থায় ছিলেন এবং রাস্তা ফাঁকাই ছিল । দূর্ঘটনার জন্য বাইক আরোহীকেই দায়ি করেছেন স্থানীয় বাসিন্দারা । এদিকে হোলির দিন মর্মান্তিক এই ঘটনায় চরম উদ্বেগের মধ্যে রয়েছে আহত যুবকের পরিবার পরিজন ।।