মহাষষ্ঠী থেকেই জমজমাট হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজার। মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি কোথাও কোথায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আজ দেবীর বোধনের দিন দর্শনার্থীদের তেমন চাপ লক্ষ্য করা না গেলেও গোটা এলাকায় ছিল উৎসবের মেজাজ । এইদিন-এর তরফ থেকে ভাতার বাজারের কয়েকটি দুর্গাপূজার পরিক্রমা করিয়ে দেওয়া হল পাঠকদের :
উদয় সংঘ :
ভাতার বাজারের কদমতলার উদয় সংঘ এলাকার প্রাচীন দুর্গাপূজার মধ্যে অন্যতম । ভাতার-মালডাঙ্গা সড়কপথের পাশেই রয়েছে দেবীর স্থায়ী মন্দির । প্রতি বছর এই ক্লাবের দুর্গাপ্রতিমা একচালের হলেও এবারে প্রতিমায় অভিনবত্ব দেখা গেলো । এছাড়া অনান্য বারের মত এবারেও মহাসপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত রয়েছে ঠাসা অনুষ্ঠান । মহাসপ্তমীর দিন বিকেল সাড়ে ৪টে থেকে আয়োজন করা হয়েছে শ্রীখণ্ড জনস্বাস্থ্য সমিতির পরিবেশনায় ৭০ জন শিল্পি সমন্বয়ে রাইবেশে নৃত্য, রনপা নৃত্য ও জিমনাস্টিক প্রদর্শন । সন্ধ্যা ৭ টা থেকে আয়োজন করা হবে নৃত্যনাট্য মনসামঙ্গল । মহাষ্টমীর দিন সন্ধ্যা সাতটা থেকে আয়োজন করা হয়েছে বাউল সন্ধ্যা । পরিবেশন করবেন ভজন দাস বাউল ও সম্প্রদায়৷ মহানবমীর দিন রয়েছে নৃত্যানুষ্ঠান । পরিবেশনায় – নটরাজ ক্রিয়েটিভ ড্যান্স অ্যাকাডেমি(উচালন) । বিজয়া দশমীর দিন ৭ টা থেকে “উন্মাদ”-এর বাংলা ব্যান্ড । এবং একাদশীর দিন থাকছে সন্ধ্যা ৭টা থেকে বিচিত্রানুষ্ঠান “বক/বক” । এছাড়া, পূজো মণ্ডপের সামনে সড়কপথের দু’ধারে বসেছে বিশাল মেলা ।

ভাতাড় রামকৃষ্ণ পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্রতিমা ও মণ্ডপ :

ভাতাড় রামকৃষ্ণ পল্লীর মাস্টার পাড়ার দুর্গাপূজা :

ভাতাড় রামকৃষ্ণ পল্লী ও বিবেকানন্দ পল্লীর যৌথ উদ্যোগে দুর্গাপূজা :

ভাতার রেলস্টেশন সংলগ্ন কিছুক্ষণ ক্লাবের দেবী প্রতিমা ও মণ্ডপ :

ভাতার বাজারের কোঁয়ার পরিবারের দেবী দুর্গা :

শান্তিশ্রী ক্লাবের দেবী প্রতিমা ও মণ্ডপ :

অগ্রগামী ক্লাবের দেবী প্রতিমা ও মণ্ডপ :
