এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১২ জুলাই : রাস্তায় ফেলে পালিয়ে যাওয়া বিদেশি প্রজাতির কুকুরকে উদ্ধার করে দত্তক নিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিডিও দেবজিৎ দত্ত । শুক্রবার রাতে ভাতারের ছয় মাইল এলাকা থেকে ল্যাব্রাডার প্রজাতির ওই সারমেয়টিকে উদ্ধার করে তিনি নিজের আবাসনে নিয়ে আসেন ৷ বর্তমানে বিডিও-এর আবাসনেই রয়েছে কুকুরটি ৷ বিডিও বলেন,’ওই ল্যাব্রাডারকে পথকুকুর আক্রমণ করে হয়তো মেরে ফেলত । তাই মানবিক খাতিরে আপাতত আমার আবাসনে এনে রেখেছি । যদি কখনও পোষ্য মালিকের শুভবুদ্ধির উদয় হয় তাহলে তিনি আমার কাছে এসে নিয়ে যেতে পারেন।’
জানা গেছে,শুক্রবার দুপুর দুটো নাগাদ ছয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় নির্জন সড়ক পথে হঠাৎ একটি চারচাকা গাড়ি এসে দাঁড়ায় । গাড়ি থেকে এক ব্যক্তি ও তার পোষ্য কুকরটি নামে । তারপর ওই ব্যক্তি কুকুরটিকে রাস্তার পাশে কিছু খাবার খেতে দেয় । কুকুরটি খাবার খেতে ব্যস্ত হয়ে পড়লে ওই ব্যক্তি গাড়ি স্টার্ট করে দ্রুত গতিতে ছয়মাইল হলদি রোড ধরে পালিয়ে যায় । সমগ্র ঘটনাটি স্থানীয় এক আদিবাসী পরিবারের বধূ দুর থেকে লক্ষ্য করেন৷ এরপর তিনি এলাকার বাসিন্দা পুলিশকর্মী মুস্তাক শেখকে খবর দেন। মুস্তাক পশুপ্রেমী বলে এলাকায় পরিচিত । খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন । তিনি কুকুরটি উদ্ধার করে বাড়ি নিয়ে যান । কুকুরটিকে স্নান করিয়ে খাবার খেতে দেন এবং বর্ধমানে এক পশুচিকিৎসকে ডেকে প্রাথমিক চিকিৎসাও করান । কিন্তু তিনি কুকুরটি নিজের কাছে রাখেননি । বরঞ্চ কুকুরটির অন্য কোথাও ব্যবস্থা করে দেওয়ার জন্য ভাতারের বিডিও দেবজিৎ দত্তর দ্বারস্থ হন ।
জানা গেছে,মুস্তাক শেখের কাছে ফোনে খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ছয় মাইলে গাড়িতে চড়ে তার বাড়িতে চলে আসেন বিডিও । এরপর তিনি কুকুরটিকে উদ্ধার করে নিজের আবাসনে এনে রেখে দেন ।
কিন্তু একজন পশুপ্রেমী হয়েও কেন ওই সারমেয়টির দায়িত্ব নিলেন না মুস্তাক শেখ ? তার কথায়, ‘একই রকম দেখতে একটা পোষ্য ল্যাব্রাডার ছিল তার বাড়িতে । কিন্তু সেটি কয়েকদিন আগে মারা গেছে । তারপর থেকে বাড়ির লোকজন সেই শোক ভুলতে পারছে না ৷ এখন এই সারমেয়টিকেও যদি রাখার পর মারা যায় তাহলে সেই আঘাত সহ্য করা কঠিন হয়ে পড়ত । এই চিন্তা করেই আমি সারমেয়টির দায়িত্ব নিতে চাইনি ।’ পাশাপাশি সারমেয়টির দায়িত্ব নেওয়ায় ভাতারের বিডিওর প্রতি কৃতজ্ঞতাও জানান ।।

