এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ মে : ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার অভিযোগে সাংবাদিক বোরিয়া মজুমদারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।এর ফলে আগামী দুই বছর ভারতীয় ক্রিকেটের সংবাদ সংগ্রহ করতে পারবেন না তিনি । ভারতীয় দলের কোনো সিরিজে প্রেস অ্যাক্রিডিটেশন পাবেন না বোরিয়া মজুমদার এবং বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিভুক্ত কোনো ক্রিকেটারের সাক্ষাৎকারও নিতে পারবেন না ।
ঋদ্দিমান সাহা ও বোরিয়া মজুমদার দুজনই কলকাতার মানুষ । গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন ঋদ্দিমান। সেই সময় অনেক সাংবাদিককে সাক্ষাৎকার দেন তিনি। তাঁর সাক্ষাৎকার নেওয়ার জন্য তখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন বোরিয়া মজুমদারও। কিন্তু ঋদ্ধিমান সাহা কল না ধরায় অপমানিতবোধ করেন সাংবাদিক । এরপর বোরিয়া গত ২৩ ফেব্রুয়ারি ঋদ্দিমানের হোয়াটসঅ্যাপে ‘এটা মনে রাখব আমি। এটা করা একদম উচিত হয়নি তোমার’ প্রভৃতি লিখে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ৷
শেষ পর্যন্ত এনিয়ে তদন্তের সিদ্ধান্ত নেয় বিসিসিআই । তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল । বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধামাল এবং শীর্ষ কাউন্সিল সদস্য প্রভতাজ ভাটিয়া গত মাসে দুই পক্ষের সাক্ষ্য নিয়েছেন এবং দুই পক্ষের যুক্তি ও পালটা যুক্তি গ্রহণ করেছেন । শেষ পর্যন্ত বোরিয়া মজুমদারকে দোষী মনে হয়েছে বিসিসিআইয়ের তদন্ত কমিটির কাছে।।