এইদিন স্পোর্টস নিউজ,০৬ জানুয়ারী : বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) উপস্থাপনা প্যানেলে রাখা হয়েছিল ভারতের রিধিমা পাঠককে । কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় পালটা হিসাবে রিধিমা পাঠককে সরিয়ে দেওয়া হয়েছে । তিনি বাংলাদেশ পৌঁছানোর আগেই তাকে উপস্থাপনার প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে নেওয়া হয়েছে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাসকে । সেই সাথে ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফ প্রভৃতি ধারাভাষ্যকারদেরও রাখা হয়েছে ।
রিধিমার বাদ পড়াটা যে মুস্তাফিজুর রহমানের ঘটনার পালটা প্রতিক্রিয়া সেটা স্পষ্ট৷ গত শনিবার আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা মতো বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয় কেকেআর ।
এমন সিদ্ধান্তের পরেই বাংলাদেশ-ভারতের মধ্যে উত্তেজনা চলছে। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এক চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। ভেন্যুর বদল চায় বাংলাদেশ। সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ থাকবে। সেই উত্তাপের প্রভাব পড়েছে রিধিমার বাদ পড়াতে।।

