এইদিন বিনোদন ডেস্ক,১০ নভেম্বর : বাংলাদেশের ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ বেশ কয়েক মাস থেকেই অন্তরালে রয়েছেন । শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই উধাও হয়ে যান তিনি । তার আগে ছাত্র আন্দোলনের সময় চুপ থাকায় তাকে নিয়ে সমালোচনাও হয়েছিল বাংলাদেশে । আর এর মাঝেই জানা যায় তার বিবাহবিচ্ছেদের কথা। এরপর আবারও অন্তরালে চলে যান অভিনেতা। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার সরকারি প্লট বাতিল নিয়ে জল্পনা তৈরি হলেও শুভ নিশ্চুপ ছিলেন। অবশেষে খোঁজ পাওয়া গেল এই অভিনেতার। জানা গেল কলকাতায় আছেন তিনি। জানা গেছে সৌমিক সেনের ‘জ্যাজ সিটি’র শুটিং করছেন বাংলাদেশের এই অভিনেতা । খবর অনুযায়ী, গত সপ্তাহে শুরু হয়েছে ওয়েব সিরিজটির শুটিং । আর শুটিংয়ে অংশ নিতেই গত শুক্রবার (৮ নভেম্বর) কলকাতায় চলে এসেছেন শুভ। জ্যাজ সিটি সিরিজটি তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে । তবে বাংলাদেশে এর কোনো অংশের শুটিং হবে না।
চলতি বছরের জুনেই জানা গিয়েছিল শুভর এই সিরিজের খবর। আরিফিন শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র। এ ছাড়া টলিউড ও বলিউডের একাধিক অভিনয়শিল্পীকে দেখা যাবে। যেহেতু মুক্তিযুদ্ধের সময়ের গল্প, তাই সত্তরের দশকের আদলে সেট বানিয়েই চলছে শুটিং। জ্যাজ সিটির নির্মাতা সৌমিক সেন যুক্ত ছিলেন গত বছর মুক্তি পাওয়া জনপ্রিয় হিন্দি সিরিজ ‘জুবিলি’র সঙ্গে। বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে যৌথভাবে সিরিজটির চিত্রনাট্য লিখেছিলেন সৌমিক। প্রেক্ষাপট ছিল চল্লিশের দশকের শেষের দিকের মুম্বাই শহর ও বলিউডের শুরুর দিকের ঘটনাবলী । জুবিলির মতো নতুন এই সিরিজেও সৌমিক পর্দায় তুলে ধরবেন পুরোনো প্রেক্ষাপট।।