এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৪ সেপ্টেম্বর : একদিকে ইসলামি জিহাদিদের হামলা,অন্যদিকে শাসকদলের অবিচার,এই দুইয়ের যাঁতাকলে পড়ে অস্তিত্ব সঙ্কটের মুখে বাংলাদেশের হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুরা । মরন বাঁচনের এই লড়াইয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য গন অনশনে বসেছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা । দেশের শাসকদল আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নসহ দাবীতে ৭ দফা দাবিতে চলে এই অনশন । লাগাতার অনশনের জেরে ঐক্যমোর্চার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ বেশ কয়েকজন সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েন । অবশেষে শাসকদলের আশ্বাসে ৪৮ ঘন্টা পর শনিবার অনশন তুলে নেওয়া হয় । আন্দোলনকারীদের জল পান করিয়ে অনশন ভাঙান আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার ।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দাবিগুলির মধ্যে রয়েছে,সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সমতলে আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশনসহ সরকারি দলের গত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত অঙ্গীকার সমূহ বাস্তবায়ন করা । এখন নির্বাচনের আবহে শেখ হাসিনা সরকার এই দাবি মেনে নিলেও আদপে কতটা পূরণ করা হবে সেটাই দেখার বিষয় ।হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত জানিয়েছেন,বিষয়টি নিয়ে আগামী ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হবে ।।