শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান) ও বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর),২২ মে : রাজ্য জুড়ে আদিবাসী সংগঠনের ‘বাংলা বনধ’ কর্মসূচিতে প্রভাব পড়ল দক্ষিণ থেকে উত্তরবঙ্গে । পুরুলিয়ার মোরজঙ্গলপুর ১০০ আদিবাসী পরিবারকে সামাজিক বয়কট এবং ঝাড়গ্রামের জামবনির বাসিন্দা আদিবাসী নেতা গুরুচরণ হেমব্রমের পরিবারকে ২১ বছর ধরে একঘরে করে রাখার প্রতিবাদে সোমবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বামুনিয়া বাজারে অবরোধ কর্মসূচি পালন করল আদিবাসী সেঙ্গল অভিযান (এএসএ) । অন্যদিকে বিজেপিতে যোগ দেওয়ার অপরাধে ৩ আদিবাসী মহিলাকে প্রকাশ্য রাস্তায় দণ্ডি কাটানোর ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর শাস্তির দাবিতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, হরিরামপুর, কুশমণ্ডিতে ১২ ঘন্টার বনধ কর্মসূচি পালন করছে ওই আদিবাসী সংগঠনটি । দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বনধের প্রভাব না পড়লেও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় এদিন সকাল থেকে বনধের প্রভাব লক্ষ্য করা গেছে ।
প্রসঙ্গত,চিরাচরিত রীতি না মেনে আদিবাসী সম্প্রদায়ের কুল দেবতাকে মদ বা হাড়িয়া অর্পন না করে জল অর্পণ করেছিল পুরুলিয়া জেলার হুরা থানার জব্রা গ্রাম পঞ্চায়েত এলাকার মোরজঙ্গলপুর গ্রামের বেশ কিছু পরিবার । আর তাদের সেই অপরাধের জন্য ১০০ টি আদিবাসী পরিবারকে সামাজিকভাবে বহিষ্কার করে অপর একটি আদিবাসী সংগঠন । প্রায় দু’বছর ধরে নিজেদের সমাজ থেকে বিচ্যুত রয়েছে ওই পরিবারগুলি । একই অপরাধে বিগত ২১ বছর ধরে একঘরে করে রাখা হয়েছে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার কেশপুর গ্রামের বাসিন্দা মৃত গুরুচরণ হেমব্রমের পরিবারকে । এমনকি গুরুচরণের মৃত্যুর পর তার শ্রাদ্ধকর্মও করতে পারছে না তার পরিবার । তারই প্রতিবাদে এএসএ-এর কেন্দ্রীয় সংযোজক সুমিত্রা মূর্মু,রাষ্ট্রীয় সভাপতি মালখান মুর্মুর ডাকে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয় ।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সকাল থেকে মন্তেশ্বরের বামুনিয়া বাজার অবরোধ করে রাখে সংগঠনের মন্তেশ্বর ব্লক কমিটি । অনেক মহিলাকে কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় । আন্দোলকারীরা সড়কপথের উপর বসে পথ অবরোধ করে পুরুলিয়ায় সমাজচ্যুত ওই পরিবারগুলির জন্য ন্যায় বিচারের দাবি জানায় । মন্তেশ্বরের বরনডালার বাসিন্দা আদিবাসী নেতা হাকিম হাঁসদা বলেন,’এই আধুনিক যুগেও আদিবাসী সমাজ মদ আর হাড়িয়ে মেতে আছে । সেই কারনে গুরুচরণ হেমব্রম আমাদের সমাজকে মদের নেশার কবল থেকে বের করে সমাজের মূল স্রোতে আনার চেষ্টা করেছিলেন । আর তার সেই অপরাধের জন্য দীর্ঘ ২১ বছর ধরে তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করে রেখে দেওয়া হচ্ছে ।’ তিনি এই বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
অন্যদিকে গত এপ্রিল মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার অপরাধে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের তিন আদিবাসী মহিলাকে প্রকাশ্য রাস্তায় দণ্ডি কাটানো হয়েছিল বলে অভিযোগ । সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য ভাইরাল হলে আলোড়ন পড়ে যায় রাজ্য জুড়ে । ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন বালুরঘাট পুরসভার ভাইস কাউন্সিলর তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী । ওই তৃণমূল নেত্রীকে কাউন্সিলরের পদ থেকে বরখাস্ত করার দাবিতে এদিন ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছিল আদিবাসী সেঙ্গল অভিযান । বনধ সফল করতে এদিন সকাল ৬ টা থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তীর, ধনুক হাতে নিয়ে রাস্তায় নেমে পড়ে আদিবাসী মহিলা ও পুরুষরা । সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলায় বনধের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় । যানবাহন ও দোকানপাট বন্ধ ছিল । কোথাও সরকারি বাস ও বিভিন্ন যানবাহন চলাচল করলে আটকে দেওয়া হয় । অপ্রীতকর ঘটনা এড়াতে বালুরঘাট শহরসসহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে ।।