প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ ফেব্রুয়ারী : বাংলা বন্ধ সফল করতে বর্ধমান আদালতের আইনজীবী ও ল’ক্লার্কদের সেরেস্তা বন্ধ করানোর জন্য সোমবার আসরে নামে বিজেপি কর্মীর । যদিও তা সফল করতে তারা ব্যর্থ হয় । তবে এদিন জোরপূর্বক বর্ধমান শহরের দোকান বাজার বন্ধ করার চেষ্টা না করে বিজেপি শহরে মিছিল করে । বর্ধমানের ল’ক্লার্ক টাওয়ার থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়ে জি টি রোড পরিক্রমা করে সিটি টাওয়ারে শেষ হয়। মিছিলে অংশ নেন দলের জেলা সভাপতি অভিজিৎ তা, সন্দীপ নন্দী, অঞ্জন মুখার্জি সহ অন্যান্য নেতারা। অভিজিৎ তা বলেন, ‘যেভাবে রবিবার রাজ্যজুড়ে গণতন্ত্র লঙ্ঘিত হয়েছে তার প্রতিবাদে এই বনধ সমর্থনে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে ।’এদিন বনধের সমর্থনে আদালত চত্বরে প্রচার করেন বিজেপি কর্মীরাও। তাঁরা আদালত চত্ত্বরে আইনজীবী ও ল’ক্লার্কদের বিভিন্ন সেরেস্তা বন্ধ করার জন্য আবেদন জানান বিজেপি । যদিও আজ বিজেপির ডাকা ১২ঘন্টার বনধের কোন প্রভাব পড়েনি পূর্ব বর্ধমান জেলায়। সকাল থেকে বাজারহাট খোলা রয়েছে । সরকারি ও বেসরকারি বাস চলাচল স্বাভাবিক আছে। অন্যান্য যানবাহন চলাচল করছে ।
বিজেপির পাল্টা বাংলা বন্ধের বিরোধিতায় এদিন বর্ধমানে মিছিল করল শাসকদল। এদিন টাউনহল থেকে শুর হওয়া তৃণমূলর মিছিল বর্ধমান শহরের জি টি রোড; বি সি রোড পরিক্রমা করে বাজবাটিতে পৌছায়। সেখানে মিছিল শেষ হয়। মিছিলে ছিলেন দলের শহর সম্পাদক অরূপ দাস; বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা। তাঁরা বলেন, ‘বিজেপির ডাকা বনধ ব্যর্থ করে জনজীবন স্বাভাবিক রাখার জন্য আবেদন জানিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরোধিতা করে এদিন তৃণমূল কংগ্রেস মিছিল করেছে ।’।