জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর,২৮ এপ্রিল : পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উপভোক্তার হাতে তুলে দেওয়া হল ৷ বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবনে একটি অনুষ্ঠানের মধ্য উপভোক্তাদের হাতে ওই সমস্ত সুবিধাগুলি তুলে দেওয়া হয় । এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারকের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র ৷ তিনি এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার রাহুল দে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, সদর মহকুমা শাসক সুমন দাসগুপ্ত সহ অন্যান্য প্রশাসনি আধিকারিক ও জন প্রতিনিধিরা ৷
কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ‘বেকার ছেলেমেয়েদের ব্যবসা করার জন্য ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হল ৷ জাতগত সংশাপত্র দেওয়া হল ২৩ জনকে ৷ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমে ২৭৬০ টাকা করে ২ জনকে দেওয়া হল । নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের আর্থিক সুবিধা দেওয়া হয়েছে । দু’জনকে ওল্ড এজ পেনশন বাবদ ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে । তফশিলি বন্ধু প্রকল্পে ৩ জনকে ১ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হল । জয় জোহার প্রকল্পের আওতায় ৩ জন তফশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষকে ১ হাজার টাকা করে পেনশন দেওয়া হয়েছে । এছাড়া ৭ জনকে শিক্ষাশ্রী,এমএসওয়াই প্রকল্পের সুবিধা দেওয়া হল ২১ জন মহিলাকে,২৫ জন উদ্বাস্তুকে দলিল দেওয়া হয়েছে,মানবিক ভাতা বাবদ ৫ জনকে ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে ।।