এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০২ সেপ্টেম্বর : দেশ জুড়ে তিনটি পৃথক হামলা চালিয়ে ৩ জন পাকিস্তানি সেনাকে মারার ও আরও ৮ জনকে আহত করার দাবি করল বেলুচ লিবারেশন আর্মি(বিএলএ) । শুক্রবার বিএলএ-এর সামরিক ধারার মুখপাত্র গিয়ান বালোচ, একটি নিউজলেটার প্রকাশ করে বলেছেন যে তাদের বাহিনী বেলুচিস্তান প্রদেশের কালাত, জামোরান এবং বোলানে পাকিস্তানি সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে । এর মধ্যে দুটি হামলা গত রাতে এবং আরেকটি হামলা গত ২৪ আগস্ট পাকিস্তানের একটি সামরিক ঘাঁটিতে করা হয়েছিল । আরও দাবি করা হয় যে পাকিস্তানি বাহিনী পরাজিত হওয়ার পর নিরীহ জনগনের উপর গুলি চালিয়েছে । যদিও বেলুচ লিবারেশন আর্মির এই দাবির বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনী কিছু জানায়নি ।
প্রসঙ্গত,বেলুচিস্তানকে জোর করে দখল করে রেখেছে পাকিস্তান । তারপর থেকে বেলুচ নাগরিকদের উপর অমানবিক অত্যাচার চালিয়ে আসছে পাকিস্তান,লুট করছে বেলুচিস্তানের খনিজ সম্পদ । বেলুচিস্তানকে পাকিস্তানের খপ্পর থেকে মুক্ত করতে গঠন করা হয়েছে বেলুচ লিবারেশন আর্মি । ওই সংগঠন তেহেরিক-এ-তালিবান পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান সেনার উপর নিয়মিত ব্যবধানে হামলা চালিয়ে আসছে ।।