এইদিন ওয়েবডেস্ক,১৩ মে : চতুর্থ দফার লোকসভা নির্বাচনে এ রাজ্যের আটটি আসনে ভোট গ্রহণ হচ্ছে আজ সোমবার। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, বিকেল ৩ টে পর্যন্ত গড় ভোট পড়েছে ৬৬.০৫ শতাংশ । সর্বাধিক ভোট পড়েছে বোলপুরে ৬৯.০৮ শতাংশ । আসানসোলে সর্বনিম্ন ৬০.২৬ শতাংশ ভোট পড়েছে । বাকি ছটি আসনের মধ্যে বহরমপুরে ৬৫.৫৭ শতাংশ, কৃষ্ণনগরের ৬৬.৩৭ শতাংশ, রানাঘাটে ৬৬.১৮ শতাংশ, বর্ধমান পূর্বে ৬৭.৮৩ শতাংশ,বর্ধমান দুর্গাপুরে ৬৭.৯২ শতাংশ এবং বীরভূমে ৬৪.৯৮ শতাংশ । গড় ভোটদানের হার ৬৬.০৫ শতাংশ ।
দুপুর ৩ টা পর্যন্ত এই হার ছিল ৫১.৮৭ শতাংশ । তার মধ্যে বহরমপুরে ৫২.২৭ শতাংশ,কৃষ্ণনগরে ৪৯.৭২ শতাংশ রানাঘাটে (এসসি) ৫২.৭০ শতাংশ, বর্ধমান পূর্ব (এসসি)৫৫.৮ শতাংশ, বর্ধমান দুর্গাপুর ৫০.৩০ শতাংশ, আসানসোল ৪৯.৫৫ শতাংশ,বোলপুর(এসসি) ৫৪.৮১ শতাংশ এবং বীরভূমে ৪৯.৬৩ শতাংশ ।
সকাল ন’টা পর্যন্ত গড় ভোট পড়েছিল ১৫.২৪ শতাংশ । বেলা এগারোটায় সেই গড় প্রায় দ্বিগুন হয়ে গিয়ে দাঁড়ায় ৩২.৭৮ শতাংশ । সকাল ন’টা পর্যন্ত বহরমপুরে ভোট পড়েছিল১৬. ৯৭ শতাংশ, কৃষ্ণনগরে ভোট পড়েছিল ১৫.৬৭ শতাংশ, রানাঘাটে ভোট পড়েছিল ১৫.৩১ শতাংশ, বর্ধমান পূর্ব আসন্ব ভোট পড়েছিল ১৫.৮৮ শতাংশ, বর্ধমান দুর্গাপুর আসনে ভোট পড়েছিল ১৪.০৮ শতাংশ,আসানসোলে ভোট পড়েছিল ১৩.০৩ শতাংশ, বোলপুরে ১৪.৪৬ শতাংশ এবং বীরভূমে ভোট পড়েছিল ১৪.৫৫ শতাংশ ।।

