এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ এপ্রিল : দুধ অফার লোকসভার ভোট শান্তিপূর্ণভাবে মিটলেও তৃতীয় দফার আগে রাজ্যের একাধিক প্রান্তে রাজনৈতিক হিংসার খবর পাওয়া যাচ্ছে । শনিবার রাতে কলকাতায় আক্রান্ত হয়েছেন এক বিজেপি নেত্রী । একই দিনে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের পালিটায় বিজেপির মণ্ডল সভাপতি বিকাশ মাঝির বাড়ি ভাঙচুর ও তাকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।
উল্লেখ্য, বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে কেতুগ্রামের দুই ব্লক। ঘটনার বিবরনে জানা গেছে, শনিবার বিকেলে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রিয়া সাহা পালিটা অঞ্চলের বাসরা গ্রামে প্রচারে গিয়েছিলেন । আর তার প্রচারের মাঝেই কেতুগ্রাম ৪ নম্বর মণ্ডল সভাপতি বিকাশ মাঝির বাড়িতে হামলার ঘটনা ঘটে । অভিযোগ তৃণমূল আশি তো দুষ্কৃতীদল তার বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায় । ছিনিয়ে নেওয়া হয় পরিবারের মহিলাদের সোনার গহনা সহ একটি স্মার্টফোন । দুষ্কৃতীরা বিকাশ মাঝির বাড়িতে আগুন ধরানোর পাশাপাশি তাকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিয়ে যায় বলে অভিযোগ । শনিবার রাত এগারোটা নাগাদ এ নিয়ে কেতুগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে । জেলা পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন,ঘটনার তদন্ত চলছে। তবে আজ রবিবার দুপুর পর্যন্ত কোনো গ্রেফতারী বা আটকের কোন খবর নেই ।।