এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ এপ্রিল : খাস কলকাতায় আক্রান্ত হয়েছেন বিজেপির এক নেত্রী। সরস্বতী সরকার(Saraswati Sarkar) নামে বিজেপির ওই নেত্রীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত মহিলা দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কসবার মণ্ডল সভাপতি । রক্তাক্ত সরস্বতীদেবীর একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য । ভিডিওতে সরস্বতী দেবীকে একটা চেয়ারে বসে মাথা থেকে গলগল করে বেরিয়ে আসা রক্ত মুছতে ও কাঁদতে দেখা গেছে । ভিডিও শেয়ারের পাশাপাশি অমিত মালব্য লিখেছেন,’পশ্চিমবঙ্গে কোনও মহিলাই নিরাপদ নয়৷ গতরাতে, টিএমসির গুন্ডারা বিজেপির কসবা মণ্ডল সভাপতি (দক্ষিণ কলকাতায়) সরস্বতী সরকারকে আক্রমণ করেছে ৷ বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিরাট বিপর্যয়। ভাবুন কলকাতা নিরাপদ না থাকলে সন্দেশখালি কতটা খারাপ হবে। বাংলার মানুষ এসব নৃশংসতার জবাব দেবে ।’
জানা গেছে,শনিবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আনন্দপুর থানার অন্তর্গত কিছু এলাকায় প্রার্থী দেবশ্রী চৌধুরীর সর্মথনে ব্যানার ও পোস্টার লাগাচ্ছিলেন সরস্বতী সরকার। সেই কিছু তৃণমূলকর্মী সেখানে জড়ো হয়ে তাদের উপর আচমকা হামলা চালায় বলে অভিযোগ । তিনি দলীয় কর্মীদের বাঁচাতে গেলে সরস্বতীদেবীকেও ব্যাপক মারধর করা হয় । আর তবে তখনই তার মাথা ফেটে যায় । রাতেই তিনি আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও আজ রবিবার সকাল পর্যন্ত কোনো গ্রেফতারির খবর নেই ।।