এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ মার্চ : বগটুই কাণ্ডের জেরে অশান্ত হয়ে উঠল বিধানসভা । অধিবেশনের শেষ দিনে তৃণমূল ও বিজেপি বিধায়করা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন । উভয়পক্ষের বেশ কয়েকজন বিধায়ক আহত হয়েছেন । নাক ফেটে যায় চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের । এসএসকেএমে তাঁর চিকিৎসা করনো হয় । তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন । বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার জামা ছিঁড়ে যায় । পরে শাসকদলের প্রস্তাবে সায় দিয়ে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, নরহরি মাহাত. দীপক বর্মন এবং শংকর ঘোষ মিলে ৫ বিজেপি বিধায়ককে আগামী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করেন স্পিকার ।
ঘটনার পর বিধানসভার বিরোধী দলনেতা ফেসবুকে লিখেছেন,’বধ্যভূমি পশ্চিমবঙ্গে গত ৮ দিনে ২৭টির ও বেশি খুন হয়েছে। গােটা পশ্চিমবঙ্গ কার্যত জ্বলছে, আইনশৃঙ্খলা তলানীতে, গত পরশু বসিরহাটে এগারাে বছরের একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, বর্তমানে সে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন । তাই বিধানসভায় রাজ্যের আইনশৃঙ্খলা ও বগটুই গণহত্যা নিয়ে আলােচনার জন্য মাননীয় স্পিকার মহােদয়ের কাছে অনুরােধ জানালে তিনি অনুমতি দেননি । মুখ্যমন্ত্রী রামপুরহাট গণহত্যা নিয়ে এখনাে পর্যন্ত হাউসে কোনাে বিবৃতি দেননি, রাজ্যের বেহাল অবস্থা নিয়ে একটাও বাক্য খরচ করেন নি । আমরা পশ্চিমবঙ্গের জণগনের দ্বারা নির্বাচিত দায়িত্বশীল বিরােধী দল, স্পিকার এর কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের দাবির স্বপক্ষে প্রতিবাদ স্লোগান শুরু করি । আমাদের এই প্রতিবাদ রােধ করতে তৃনমূলী গুন্ডা বিধায়ক ও সাদা পােশাকের পুলিশের দ্বারা বিধানসভার অধিবেশন চলাকালীন হামলা চালানাে হয়, বিধানসভার মধ্যে বিজেপির মুখ্য সচেতক শ্রী মনােজ টিপ্পার জামা ছেড়া হয়, তাছাড়া বিধায়িকা শিখা চ্যাটার্জি, চন্দনা বাউরি, তাপসি মন্ডল, বিধায়ক শঙ্কর ঘােষ, নরহরি মাহাতাে, অজয় পােদ্দার, চাঁদ বাউড়ি, দীপক বর্মন সহ একাধিক বিধায়ক আহত হন । এর পর আমাদের অনৈতিক ভাবে পাঁচ বিধায়ককে সাসপেন্ডও করা হয়েছে । শাসক দল চায় না বিরােধীরা বিধানসভায় শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলুক,প্রতিবাদ করুক । বিধানসভায় বিরােধীদের কন্ঠরােধ করা হচ্ছে। আজকের ঘটনায় প্রমাণিত বিরােধীরা বিধানসভার ভেতরেও নিরাপদ নয় । আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় এক কালাে অধ্যায়ের সূচনা করলাে এই তােলামুল পার্টি । অবিলম্বে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়ােজন ।’।