এইদিন ওয়েবডেস্ক,দুবাই,০৫ ফেব্রুয়ারী : শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে এশিয়া কাপ-২০২৩ টুর্নামেন্টে পাকিস্তান থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলানোর সিদ্ধান্ত নিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) । শনিবার বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পর নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে । পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া কাপ পাকিস্তানে আয়োজন করা হবে না । আগামী মার্চে অনুষ্ঠিত হতে চলা বৈঠকে নতুন স্থান নির্ধারণ করা হবে বলে জানা গেছে। এই ব্যাপারে পিসিবি সিদ্ধান্ত না বদলালে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না এটা নিশ্চিত । আর ভারতের এই দৃঢ় পদক্ষেপের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও তাদের অবস্থান পরিবর্তন করতে হয়েছে । যদিও এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের বিষয়ে শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। মার্চে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে, তখনই এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে । তবে এটি প্রায় নিশ্চিত যে টুর্নামেন্টটি একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে চলেছে । সেক্ষেত্রে ২০২৩ সালের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল ।
সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা রয়েছে । অন্যদিকে ২০২৩ সালের অক্টোবরে একদিনের বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হবে । ওয়ানডে বিশ্বকাপের আগে এশিয়া কাপ আয়োজন হওয়ায় এবার এশিয়া কাপ ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।
তবে এশিয়া কাপ পাকিস্তানে না হওয়ার পিছনে একাধিক কারন রয়েছে । তার মধ্যে অন্যতম পাকিস্তানের চুড়ান্ত আর্থিক সঙ্কট । পরিস্থিতি এতটাই খারাপ যে এশিয়া কাপ টুর্নামেন্ট করা নিয়ে দোলাচালে রয়েছে খোদ পাকিস্তানই । এছাড়া পাকিস্তানে খেলা হলে ভারত সেখানে খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই । আর ভারত যদি তার সিদ্ধান্তে অনড় থাকে তাহলে এশিয়া কাপের স্পন্সরশিপে বিপত্তি দেখা দেবে । এটাও ভাবাচ্ছে এসিসিকে । এছাড়া ভারতের দেখাদেখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলও পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে দ্বিধায় ভুগতে পারে । এই সব সম্ভাবনার কথা মাথায় রেখে শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ-২০২৩ টুর্নামেন্টে খেলানো হবে বলে মনে করা হচ্ছে ।।