এইদিন ওয়েবডেস্ক,কুপওয়ারা,১৫ জানুয়ারী : জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদীদের অতর্কিত হামলায় প্রায়ই শহীদ হতে হয় ভারতীয় সেনা জওয়ানদের । স্থানীয় বাসিন্দাদের একাংশও সন্ত্রাসবাদীদের মদত যুগিয়েছে এবং যুগিয়ে যাচ্ছে । সন্ত্রাসবাদীদের বাঁচাতে সেনার উপর পাথরবাজি করতে দেখা যেত জম্মু-কাশ্মীরের মুসলিম তরুন তরুনীদের । যদিও বর্তমানে পাথরবাজি বন্ধ হয়েছে । এদিকে এত হামলা সহ্য করেও প্রাকৃতিক দূর্যোগ বা প্রতিকুল পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে কোনো দিন কার্পণ্য করেনি ভারতীয় বীর জওয়ানরা । ফের একবার তারা সেটা প্রমাণ করে দিল । প্রবল তুষারপাত অগ্রাহ্য করে কুপওয়ারার এক গর্ভবতী মহিলাকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচালো সেনাবাহিনী ।
বছর ৩৮-এর ওই মহিলার নাম নুসরাত বেগম । কুপওয়ারা জেলার কর্না মহকুমার ব্লক টিটওয়ালের চিত্তরকোটের বাসিন্দা আলী আসগরের স্ত্রী নুসরাত সন্তান সম্ভবা । শনিবার সন্ধ্যায় এসডিএইচ তাংদারে ভর্তি করা হয়েছিল নুসরাত বেগমকে । কিন্তু তাঁর বিশেষ চিকিৎসার প্রয়োজন ছিল । এদিকে জম্মু-কাশ্মীরে টানা তুষারপাত চলছে । ফলে কার্যত অসহায় হয়ে পড়ে পরিবারের লোকজন । শেষে এসডিএম কর্তৃপক্ষ কুপওয়ারার জেলা শাসক ডাঃ দোইফোদ সাগর দত্তাত্রয়কে (Dr. Doifode Sagar Dattatray) বিষয়টি জানায় । বিষয়টি কানে যেতেই জেলা প্রশাসক তার সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের ব্যবস্থা করেন ।
জানা গেছে,প্রবল তুষারপাতের কারনে দৃশ্যমানতা কম হওয়ায় হেলিকপ্টারটি তাংদার হেলিপ্যাডে অবতরণ করানো সম্ভব হচ্ছিল না । শেষ পর্যন্ত কুপওয়ারা সেনা ও জেলা প্রশাসনের নিরলস প্রচেষ্টার পরে অভিযানটি সফল হয় । রবিবার সকালে রোগীকে তংদার হেলিপ্যাড থেকে এসডিএম কর্নাহ, ডাঃ গুলজার আহমেদ, তহসিলদার এবং এসএইচও-এর উপস্থিতিতে এয়ারলিফট করা হয় । রোগীর সাথে একজন মেডিকেল অফিসার এবং এসডিএইচ তাংদারের একজন পরিচারক সঙ্গে যান । সেনা ও প্রশাসন সময়মত হস্তক্ষেপ করে মহিলার প্রাণ বাঁচানোয় কুপওয়ারা জেলা প্রশাসক, ভারতীয় সেনাবাহিনী, এসডিএম কর্নাহ এবং বিএমওকে কৃতজ্ঞতা জানিয়েছে তাঁর পরিবারের সদস্য এবং কর্নাহ মহকুমার স্থানীয় লোকজন ।।