এইদিন ওয়েবডেস্ক,কানপুর,০৫ এপ্রিল : উন্নত পরিকাঠামো গড়তে আইআইটি কানপুরকে ১০০ কোটি টাকা দান করেছেন প্রাক্তনী । আর ওই প্রাক্তনী হলেন ইন্ডিগো এয়ারলাইন্সের সহ-প্রতিষ্ঠাতা রাকেশ গাংওয়াল(Rakesh Gangwal)। একথা জানিয়ে টুইট করেছেন আইআইটি কানপুরের পরিচালক অধ্যাপক ড. অভয় করন্দিকর (Abhay Karandikar) । তিনি লিখেছেন,’আই আই টি কানপুরের জন্য একটা অসাধারণ খবর আছে । ইন্ডিগো এয়ারলাইন্সের সহ-প্রতিষ্ঠাতা তথা আমাদের প্রাক্তন ছাত্র মিঃ রাকেশ গাংওয়াল আইআইটি কানপুরের স্কুল অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির উন্নয়নে ১০০ কোটি টাকার সবচেয়ে বড় ব্যক্তিগত দান করেছেন ।’
অভয় করন্দিকর জানিয়েছেন,প্রথম ধাপে ৫০০ কোটি টাকা ব্যায়ে ইনস্টিটিউটে একটি ৫০০ শয্যার মাল্টি-স্পেশালিটি হাসপাতালও খোলা হবে ।ইঞ্জিনিয়ারিং-এর পাশাপাশি মেডিক্যাল পড়াশোনাও করা হবে আইআইটি-তে। জটিল রোগের চিকিৎসা হবে । সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগানো হবে চিকিৎসা বিজ্ঞানের গবেষণা উপযোগী উন্নত যন্ত্রপাতি নির্মানে ।
তিনি আরও জানান,আইআইটির প্রায় ১০০০ একর জায়গায় স্কুল অফ মেডিকেল রিসার্চ অ্যান্ড টেকনোলজি তৈরি হচ্ছে। হাসপাতালটি নির্মিত হবে ২৪৭ একর জমিতে । প্রথম পর্যায়ে কার্ডিওলজি, ইউরোলজি, কার্ডিওথোরাসিক, নেফ্রোলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি এবং অনকোলজি সহ অনেকগুলি পিজি কোর্স পড়ানো হবে। এখানে নিউরোলজি, অর্থোপেডিক, লিভার, কিডনি ও ক্যান্সারের চিকিৎসার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে যন্ত্রপাতিও তৈরি করা হবে। দ্বিতীয় ধাপে এমবিবিএসে ভর্তি করা হবে । চিকিৎসার পাশাপাশি চলবে গবেষণামূলক কাজ ।
উল্লেখ্য,কানপুর আইআইটি থেকে ১৯৭৫ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করেন রাকেশ গাংওয়াল । সোমবার মুম্বাইতে তাঁর বাসভবনে গিয়ে ড. অভয় করন্দিকর যখন এই প্রজেক্টের বিষয়ে বিস্তারিত জানান তখন আর্থিক সহায়তা দিতে রাজি হয়ে যান রাকেশ গাংওয়াল । এই কারনে রাকেশ গাংওয়াল ছাড়াও তাঁর স্ত্রী শোভা গাংওয়াল এবং তাঁদের মেয়ে পারুল গাঙ্গওয়ালকে কৃতজ্ঞতা জানিয়েছেন ড. অভয় করন্দিকর । তিনি জানিয়েছেন,স্কুল অফ মেডিকেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির ডিজাইনের দায়িত্ব এশিয়ার স্বনামধন্য কোম্পানি হেলথকেয়ার ম্যানেজমেন্ট ও হোসম্যাককের উপর দেওয়া হয়েছে ।।