• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দীর্ঘ আড়াই বছর টেস্ট না খেলা অলরাউন্ডার এখন উইন্ডিজের অধিনায়ক

Eidin by Eidin
May 17, 2025
in খেলার খবর
দীর্ঘ আড়াই বছর টেস্ট না খেলা অলরাউন্ডার এখন উইন্ডিজের অধিনায়ক
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,১৭ মে : ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে খেলার পর আর কোনো টেস্টে সুযোগ পাননি রোস্টন চেইস। তবে চোটে না পড়লে ওয়েস্ট ইন্ডিজের পরের টেস্টে নিশ্চিতভাবেই খেলবেন এই অলরাউন্ডার। তিনিই যে এখন দলের অধিনায়ক ! দুই বছরের বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটের বাইরে থাকা ক্রিকেটারকেই নতুন অধিনায়কের দায়িত্ব দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে ক্যারিবিয়ানদের সাদা পোশাকের নেতা হিসেবে চেইসের পথচলা। বারবাডোজে প্রথম টেস্টে যখন টস করতে নামবেন, ৩৩ বছর বয়সী অলরাউন্ডার স্পর্শ করবেন আরও একটি মাইলফলক। তার ৫০তম টেস্ট হবে সেটি।

চমক আছে নতুন সহ-অধিনায়কের নামেও। সব কন্ডিশনে একাদশে যা জায়গা নিশ্চিত নয়, সেই বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান পেয়েছেন এই দায়িত্ব। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার সামাজিক মাধ্যমে জানায়, বোর্ড পরিচালকদের সর্বসম্মতিক্রমে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে। ছয় জনের একটি সংক্ষিপ্ত তালিকা থেকে বেছে নেওয়া হয়েছে এই দুজনকে, যেখানে আরও ছিলেন জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, টেভিন ইমলাখ ও জাস্টিন গ্রেভস।এই তালিকা থেকেই পরিষ্কার, নেতৃত্বের সঙ্কটে ভুগছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। কেবল কিপার-ব্যাটসম্যান জশুয়া ছাড়া অন্যরা এখনও দলে জায়গা ধরে রাখতেই লড়াই করছেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক শেই হোপ নিজে থেকেই অনুরোধ করেছিলেন টেস্টের নেতৃত্বে তাকে বিবেচনা না করতে। দায়িত্বের পরিধি বাড়াতে চান না তিনি। গত মার্চের শেষে ক্রেইগ ব্র্যাথওয়েট দায়িত্ব ছেড়ে দেওয়ায় নতুন অধিনায়ক ঠিক করতে হলো বোর্ডকে। এই ওপেনারের নেতৃত্বে ৩৯ টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে জয় ছিল ১০টি, পরাজয় ২২টি।

দলের দুঃসময়ে দায়িত্ব নিয়েছিলেন ব্র্যাথওয়েট। তরুণ ও অনভিজ্ঞ দলকে গড়ে তোলার অভিযান ছিল তার। সামগ্রিক নেতৃত্বের রেকর্ড খুব ভালো না হলেও তার অধিনায়কত্বে কিছু স্মরণীয় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ছিল ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়, গত বছর অস্ট্রেলিয়া সফরে গ্যাবায় দারুণ এক জয় এবং অধিনায়ক হিসেবে তার শেষ সিরিজে গত জানুয়ারিতে পাকিস্তানে ১-১ সিরিজ ড্র করা।

পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজে টার্নিং উইকেট দারুণভাবে কাজে লাগিয়ে দুই টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন ওয়ারিক্যান। অথচ আগের ১৭ টেস্টে তার উইকেট ছিল মাত্র ৫৪টি, একবারও ছিল না ইনিংসে ৫ উইকেট। ওই এক সিরিজের পারফরম্যান্সে তিনি পেয়ে গেলেন বড় দায়িত্ব। চেইস ও ওয়ারিক্যানের দায়িত্ব পাওয়া নিয়ে বিস্ময় জাগলেও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, ‘নেতৃত্বের ধরন, আচরণ ও এই দায়িত্বের জন্য কতটা উপযুক্ত, সেটির বিশদ মূল্যায়ন প্রক্রিয়া’ শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর মধ্যে ছিল ‘সাইকোমেট্রিক’ পরীক্ষাও।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ডঃ কিশোর শ্যালোর বিবৃতিতে ছিল সেটিরই প্রতিফলন। “আমাদের নেওয়া সবচেয়ে ব্যাপক ও অগ্রগামী চিন্তার সিদ্ধান্তগুলোর একটি ছিল এই নির্বাচনী প্রক্রিয়া। যে পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও কৌশলগত ভাবনার পথ ধরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে আমি প্রবলভাবে মুগ্ধ। ওয়েস্ট ইনিডজ ক্রিকেটের নেতৃত্ব নির্ধারণে নতুন মানদণ্ড তৈরি করে দিয়েছে এটি।”

চেইস আগে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২৫ জুন। এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করবে দুই দল। এর স্রেফ দুই সপ্তাহ আগে লর্ডসে বর্তমান চক্রের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়ানরা ।। 

Previous Post

অষ্টাদশ শক্তিপীঠ স্তোত্রম্

Next Post

বাংলাদেশ : ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে হিন্দু কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার

Next Post
বাংলাদেশ : ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে হিন্দু কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার

বাংলাদেশ : ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে হিন্দু কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার

No Result
View All Result

Recent Posts

  • মসজিদকে সামরিক ঘাঁটিতে পরিণত করায় তালিবানের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়াল পাঞ্জশিরের গ্রামের বাসিন্দারা 
  • বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং মদ পরিবহনের অভিযোগে ২ মহিলাসহ ৪ জনকে মাঠে নিয়ে গিয়ে বেদম চাবকে দিলো তালিবানরা
  • মুসলিম তরুনীর হিজাব খুলে দেওয়ার পর এক শ্রেণীর মানুষের  বিরোধিতার মাঝেই নীতিশ কুমারের সমর্থনে এগিয়ে এলেন গীতিকার জাভেদ আখতার 
  • “বোম বাঁধার প্রফেসর” সওকত মোল্লাকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদ দেওয়া নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী 
  • ধর্মান্তরিত হয়ে ক্রিকেটার সেলিম দুররানিকে প্রেম বিয়ে করে আজ পথের ভিখারি ; “লাভ জিহাদ”-এ ফেঁসে বিমান চালক রেখা শ্রীবাস্তবের করুন পরিনতির গল্প ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ! 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.