এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ আগস্ট : নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত । বিহারের রাজধানী পাটনা ও ঝাড়খণ্ডের দেওঘর হয়ে ডায়মন্ড হারবারের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা । যার প্রভাবে উত্তর থেকে দক্ষিণ বঙ্গে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের চার জেলা বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে । অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । তবে জানানো হয়েছে,শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে ।
অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ভেবে কমলা সতর্কতাসতর্কতা জারি করা হয়েছে । কোচবিহার ও দার্জিলিং জেলায় তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় । হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় । শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে বলে জানানো হয়েছে ।।