এইদিন ওয়েবডেস্ক,ভারুচ(গুজরাট),১৭ ডিসেম্বর : রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি(আরইআরএ) দ্বারা জারি করা আরসি সম্পর্কিত মামলায় টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মুনাফ প্যাটেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল প্রশাসন । বিনিয়োগকারীদের টাকা ফেরত না দেওয়ায় মুনাফের বিল্ডার কোম্পানির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে ।
মুনাফ প্যাটেল যিনি মূলত গুজরাটের ভারুচের কাছে ইখার গ্রামের বাসিন্দা এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন ।উত্তরপ্রদেশের নয়ডার মুনাফ প্যাটেল নিবাস প্রমোটার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক ওই প্রাক্তন ক্রিকেটার । গ্রেটার নয়ডা পশ্চিমের সেক্টর-১০-এ ওয়ানলিফ ট্রয় (Oneleaf Troy) নামে তার কোম্পানির একটি প্রকল্প চালু করা হয়েছিল ।
জানা গেছে,সম্প্রতি ক্রেতারা ইউপি রেরার কাছে প্রকল্পটি সময়মতো শেষ না হওয়ার অভিযোগ জানায় । পরে বিল্ডারদের কাছ থেকে পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসনকে রেরা দ্বারা আরসি জারি করা হয় ।
নিবাস প্রমোটার্স বিল্ডার ২০১৭ সালে ইউপি রেরার অধীনে প্রকল্পটি বুক করেছিল । নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করেনি নির্মাতা। মামলার শুনানির পরে রেরা নির্মাতার বিরুদ্ধে একটি আরসি জারি করেছিল । বিল্ডারকে প্রায় ১০ কোটি টাকার চল্লিশটি আরসি ইস্যু করা হয়েছে। একাধিকবার নোটিশ দিয়েও আরসির টাকা জমা দেওয়া হয়নি নির্মাতার পক্ষ থেকে । বর্তমানে জেলা প্রশাসনের টিম নির্মাতা পরিচালকদের কাছ থেকে উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে । নয়ডা ও গুজরাটের দুটি শাখায় মুনাফ প্যাটেলের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে আরসি পরিমাণ উদ্ধার করা হয়েছে । উভয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৫২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ।।