এইদিন ওয়েবডেস্ক,নগাঁও(আসাম),১৯ ডিসেম্বর : আসামের নগাঁও জেলায় ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন । নগাঁও জেলার ভুমুরাগুড়ি গ্রেজিং রিজার্ভ, জামাই বস্তি, রামপুর, কদামনি এলাকার প্রায় ৯৮০ বিঘা জমি সোমবার দখলমুক্ত করা হয় । উচ্ছেদ অভিযান ঘিরে ৮০০ জনের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে ।
সংবাদ সংস্থা এনআইকে নগাঁও জেলার পুলিশ সুপার লীনা ডলি জানিয়েছেন,স্থানীয় প্রশাসন আগেই নোটিশ জারি করেছিল কারণ এগুলো সরকারি জমি । ১৩ ডিসেম্বর থেকে নিরাপত্তাকর্মীরা এখানে ক্যাম্প করে পতাকা মিছিল করছে। অনেক দখলদার ইতিমধ্যেই এলাকা ছেড়ে চলে গেছে । তিনি আরও বলেছেন,’আমাদের রিপোর্ট অনুযায়ী, সরকারি জমিতে ৩২০ টি ঘরবাড়ি ছিল এবং বর্তমানে এই এলাকায় এখনো ৭২ টি স্থাপনা রয়ে গেছে । আমরা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পেয়েছি। এখন শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান চলছে। আমরা আশা করি ১০০০ বিঘা জমি দখলমুক্ত করতে পারব ।’
চলতি বছরের ১২ সেপ্টেম্বর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাম বিধানসভায় বলেছিলেন যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গত বছরের মে মাসে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্য জুড়ে মোট ৪,৪৪৯ পরিবারকে অবৈধ দখলের অভিযোগে উচ্ছেদ করা হয়েছে । তবে উচ্ছেদ হওয়া পরিবারগুলি ভারতীয় নাগরিক নাকি বিদেশি তা তদন্ত করেনি সরকার ।।