এইদিন ওয়েবডেস্ক,মালদা ও বর্ধমান,১৮ মার্চ : বৃহস্পতিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর ও বর্ধমান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বড়নীলপুর সুকান্তপল্লী এলাকায় উদ্ধার হল একাধিক তাজা বোমা । ভোটের মুখেই জেলায় জেলায় এভাবে তাজা বোমা উদ্ধারের ঘটনায় একদিকে যেমন স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে তেমনি চিন্তায় পড়ে গেছে পুলিশ প্রশাসন । ভোটের আগে এলাকাকে অশান্ত করে তুলতেই দুষ্কৃতিরা বোমাগুলি মজুত করে রেখেছিল বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের । পুলিশ জানিয়েছে,ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে ।
স্থানীয় সুত্রে খবর,এদিন সকালে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর অঞ্চলের ইলাম গ্রামের একটি আম বাগানে চারটি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা । সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেয় স্থানীয়রা । খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় । পরে দমকল বাহিনী ও বোম স্কোয়াডকে খবর দেয় পুলিশ ।
অন্যদিকে বর্ধমান পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বড়নীলপুর সুকান্তপল্লী এলাকার এক বাসিন্দা এদিন সকালে শৌচকর্ম কর্ম সারতে গিয়ে ঝোপের মধ্যে একটি পেটি পড়ে থাকতে দেখেন । তিনি কৌতূহল বশত পেটিটি খুললে তার ভিতরে অনেকগুলি তাজা বোমা দেখতে পান । পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে আনে বর্ধমান থানার পুলিশ । কারা কি উদ্দেশ্যে বোমাগুলি জড়ো করে রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ ।।